আমাদের কথা খুঁজে নিন

   

মিনার : আধুনিক বাংলা গানের ডানপিটে কিশোর

রিজওয়ানুল ইসলাম রুদ্র

"তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিলো রাজি অপেক্ষা শুধুই বর্ষণের মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান... বৃষ্টি তোমার আহবান..." মন্ত্রমুগ্ধ হয়ে শুনেই যাচ্ছি বারবার। খুবই সফট ধাঁচের একটা গান। আমার পছন্দ হলো হেভি মেটাল, অল্টারনেটিভ রক... যে কারণে বালাম কিংবা তৌসিফদের অ্যালবামে গাওয়া সব গান আমার কান পর্যন্ত পৌঁছায় না। তবে লালনগীতি, রবীন্দ্র-নজরুল গীতির প্রতি দুর্বলতা আছে। কিন্তু সফট রক ধাঁচের ক্ষেত্রে বাছ-বিচার করে চলি, তাহসান, বেসবাবা সুমন, যাত্রীর তপু... এদের মধ্যে তাহসানের গান ভালো লাগে।

বেসবাবা তো অবশ্যই! কিন্তু এ কী ব্যাপার ! এই গান কত শুনেছি সিডির দোকানগুলোতে...অবশ্য খুব খেয়াল করে শোনা হয়নি। শুধু জানতাম তাহসান এর সঙ্গীতায়োজনে রস+আলো ও উন্মাদ পত্রিকার কার্টুনিস্ট, সদ্য কিশোর মিনার-এর গানের অ্যালবাম বের হচ্ছে। নতুন গায়ক। এটুকুই। গত মার্চে আমার বড় বোন বললো, ও নতুন এক ছোট ছেলের গান শুনছে।

নাম মিনার। এফএম রেডিওতে প্রায়ই বাজছে ওর গান। অল্প বয়স। আমিও কথামতো মিনার এর গানের একটা সিডি কিনে বাসায় নিয়ে আসতেই লক্ষ করি প্রায় আমাদেরই বয়সী একটা ছেলে 'ডানপিটে' অথচ নিষ্পাপ ভঙ্গিতে বসে আছে! অ্যালবামের নামও দেখি 'ডানপিটে'... সিডি প্লেয়ারে গান চালু করতেই এক অপার্থিব সুর ছড়িয়ে পড়লো বাতাসে...তারপরই কাঁচা গলায় এক বিরহী কিশোর গেয়ে উঠলো ভালোবাসার শ্বাশ্বত কিছু লাইন... সত্যিই অপূর্ব! দেখলাম, গানগুলো মিনারেরই লেখা। চমৎকার কল্পনা আর দুরন্ত কৈশোরের মিশ্রণ।

যদিও গানের কথায় "তুই" শব্দটার ব্যাপক ব্যবহার শুরু হয়েছে অর্ণবের "চাই না ভাবিস", "হোক কলরব" আর "ডুব" থেকে। অর্ণব এর লিরিকস, গায়কী, কম্পোজিশন অনন্য। তুখোড় এস্রাজ বাজায় অর্ণব (বেনসন এন্ড হেজেস স্টার সার্চ এ এই ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত) এবং অর্ণবের গানগুলো অল্টারনেটিভ রক না, ফিউশন ধাঁচের। যাই হোক, আমি শুনেই যাচ্ছি... "সাদা রঙের স্বপ্নগুলো দিলো নাকো ছুটি তাইতো আমি বসে একা ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুলগুলো সব ছন্নছাড়া ..." আমরা জানি স্বপ্ন বর্ণহীন। মিনার-এর স্বপ্নের রঙ সাদা! আচ্ছা সাদা রঙের মাঝেও তো কিছু উপলব্ধি করতে পারে না চোখ! একা একা কথা বলাও কিশোর প্রাণের স্বভাবজাত বৈশিষ্ট্য।

আরো উপলব্ধি করলাম, বেশ ভালোভাবে... "দূরে" এবং "জানি" গানটা। "জানি" গানে মিনার বলেছে : জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না জানি তুই আমায় ভালোবাসবি না জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান জানি তুই স্বপ্ন হয়ে হাসবি না জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি বৃষ্টি হয়ে ঝরে পড়বি চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাঁড়িয়ে ঘুম ভাঙানোর গান গাইবি জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না জানি তুই একলা বসে কাঁদবি না জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে নিঃস্ব হয়ে জেগে থাকবি না জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু স্বপ্ন হয়ে গান গাইবে না চিলে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি মেঘেদের দল ছুটে চলবে না সত্যিই মিনারের গায়কী, সুর সেইসাথে তাহসান এর মিউজিক কম্পোজিশান অ্যালবামটাকে সার্থক করেছে। মিনার আরো অনেক সুন্দর, অনেক আবেগপ্রবণ গান করুক। একশ্রেণীর শিল্পী বাংলা গানের নামে যে অপচেষ্টা করছে সিডির পর সিডি বের করে কেউবা "গিনেস বুক" এ নাম লিখিয়ে। মিনারদের দিয়েই সফল হবে ভবিষ্যৎ এর সুস্থ বাংলা সঙ্গীতচর্চা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।