আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ মিনার



শহীদ মিনার শহীদ মিনার, তোমার দিকে তাকাতেই- স্মৃতির পটে ভেসে ওঠে বাহান্নর রক্তঝরা সংগ্রামী দিনগুলি; ভেসে ওঠে রফিক,জব্বার, সালাম, বরকতের রক্তমাখা- জমিনে পড়ে থাকা নিঃসাড় দেহ খানি । তোমার পানে দৃষ্টি ফেরাতেই মনে পড়ে জাতির কালজয়ী ইতিহাস । শুধু তোমার জন্য জাতিকে সহ্য করতে হল - লঞ্ছনা, গঞ্জনা, ত্যাগ, তিতিক্ষা, পরিহাস । তুমি আজ স্বধীন দেশে জাতির উর্বর বুকে দাড়িঁয়ে আছ- বুক উঁচিয়ে স্বগৌরবে উল্লাসে । জান কি তুমি ? তোমার পাদদেশে নতুন প্রজন্ম হয় জমায়েত, কত সভা, সেমিনার, মিটিং-মিছিল সমেত ।

ধারালো ভাষায়, তিব্র কন্ঠে হয় বাদ প্রতিবাদ , (তা সব বাস্তবায়ন হয় কিনা, রাখিনি তার সংবাদ)। তবে জান নিশ্চয় তুমি - কি জন্য তোমার উত্থান, কেন তুমি বাঙালির গর্ব ? জেনে নিয়েছে নতুন প্রজন্ম ; মায়ের ভাষা ধরে রাখতে দিয়েছে ওরা আত্মহুতি ওদেরই ধরে রাখতে আজ তুমি হয়েছ স্মৃতি । পরাধীনতার শিকল ছিঁড়তে গেল যারা হায়নার মুখে- ফিরে এল বীরের বেশে স্বাধীনতা নামক কোহিনুর হাতে । জেনেছি - প্রানের ভাষার প্রতিষ্ঠা আদায় হাজারো মিটিং মিছিল হয়েছে তোমারই বীজ তলায় । শহীদ মিনার - আজ তুমি সেই বীজের অংকুরিত পূর্ণ রূপ তোমাতে তাকাতেই নয়ন পানে ভেসে ওঠে সহস্র স্মৃতির স্তুপ ।

ধূসর স্বপ্ন .....................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.