আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষবরণ প্রস্তুতি



আমার কর্মস্থলে চলছে বর্ষবরণ প্রস্তুতি। একটা অনুষ্ঠানের জন্য কত আয়োজন... আমরা দেখি সুন্দর ভাবে সম্পন্ন হওয়া সবকিছু। কিন্তু সবকিছুর পিছনে থাকে কিছু মানুষের শ্রম আর ভালবাসা। তেমন কিছু ছবি দিলাম। পহেলা বৈশাখ আমার কাছে অন্যরকম একটা উৎসব মনে হয়।

এটা আমাদের প্রাণের উৎসব। আমার খুব প্রিয় একটা দিন। সাদা-লালে সেজে খোঁপায় ফুল গুজে বের হয়ে পড়। আনন্দে মেতে থাক সারাদিন ! চারিদিকে শুরু হয় বাঙ্গালী খাবারের উৎসব। ধাক্কাধাক্কি করে লাইন ধরে খাওয়া... কি মজা না ? দিন শেষে কেমন যেন ফাঁকা মনে হয়... কি যেন হারিয়ে গেল, অন্তত আমার এমন মনে হয়।

সবার জন্য অগ্রিম নববর্ষের শুভেচ্ছা ! আনন্দে মেতে উঠেন সবাই, সব কষ্ট, দুঃখ, গ্লানি মুছে যাক। সফল আনন্দময় বছর শুরু হোক সবার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।