আমাদের কথা খুঁজে নিন

   

চুয়েট ক্যাম্পাসে বর্ষবরণ

বুকের ভেতর বহু দূরের পথ...
ব্যাপক আনন্দ-উদ্দীপনা আর দিনভর বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪১৭। পাহাড়ের কোলে পাখির কলতানে মুখরিত ছায়া সুনিবিড় চুয়েট ক্যাম্পাস বর্ণিল সাজে, রং-বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরা তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে ছিলো মুখরিত। রৌদ্রতপ্ত দিনে প্রশান্তির সাদা আর উৎসবের লাল-দুয়ে মিলে লাল সাদা বৈশাখী রং। মেয়েদের পরনে নানা রঙের শাড়ি, হাতে মেহেদী আর খোঁপায় তাজা ফুলের মালা। আর ছেলেদের পরনে বৈশাখী নকশার পাঞ্জাবী, ফতুয়া।

সব মিলিয়ে তারুণ্যের উচ্ছ্বলতা আর প্রাণের আবেগে বাংলার ঐতিহ্যবাহী এ উৎসবে জেগে উঠেছিলো পুরো ক্যাম্পাস। উৎসবের দিন ক্যাম্পাসের পথগুলো ছেয়ে গিয়েছিলো নানা রঙের আল্পনায়। নববর্ষের ভোর অবধি খেটে এসব আল্পনায় রং দেয় স্থাপত্য বিভাগের তরুণ-তরুনীরা । সকালে মঙ্গল শোভাযাত্রা দিয়ে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রার শোভা বাড়াতে ছিলো ঐতিহ্যবাহী ঘোড়া-হাতির প্রতিকৃতি আর হরেক রকমের মুখোশ।

গান, চিৎকার, হর্ষধ্বনি আর বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ। দলে দলে ভাগ হয়ে গল্পে আর আড্ডায় চলতে থাকে পান্তা-ইলিশ খাওয়া। ক্যাম্পাস গোলচত্বরে বসেছিলো হরেক রকমের পণ্যের পসরা। পিঠা-পুলি, হাতে বানানো শোলার ফুল-পাখি-মাছ, হস্ত ও কারুশিল্প, ঢোল-ডুগডুগি ইত্যাদি।

‘এসো হে বৈশাখ’-সমবেত কন্ঠের এ কালজয়ী গানের মধ্য দিয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর একের পর এক লোকগান, দলীয় সংগীত, গম্ভীরা, আবৃত্তি ,বারোয়ারি বিতর্ক সহ ঐতিহ্যবাহী সব পর্ব দিয়ে সাজানো ছিলো মনোহর সাংস্কৃতিক অনুষ্ঠানটি। রাতে বসে বাউল গানের আসর। এ আসরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতারের শিল্পী শংকর দে ও তার দল। তাছাড়া সঙ্গে ক্যাম্পাসের বাউলেরা তো ছিলোই।

ক্যাম্পাসে বর্ষবরণ উৎসবটিকে আনন্দময় আর সার্থক করতে এগিয়ে এসেছিলো চুয়েটের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গ্রীন ফর পীস, ডিবেটিং সোসাইটি আর জয়ধ্বনি। চুয়েট ডিবেটিং সোসাইটি প্রকাশ করে তাদের নিয়মিত প্রকাশনা ‘আড্ডারু’-র বৈশাখী সংখ্যা। প্রাকৃতিক সপ্তাশ্চার্যে ‘সুন্দরবন’কে এগিয়ে নিতে গ্রীন চুয়েট অ্যাডভেঞ্চার ক্লাব আয়োজন করেছিলো দিনব্যাপী ভোটিং কার্যক্রম। নববর্ষের পরদিন চুয়েট কর্মচারী ক্লাবের উদ্যোগে আর জয়ধ্বনির আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.