আমাদের কথা খুঁজে নিন

   

জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তানিদের আক্রমন ও হাসিনার মন্তব্য

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

সংসদ অধিবেশনের শেষ দিনের বক্তিতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিরোধি দলীয় নেত্রি খালেদা জিয়ার বক্তব্যের পালটা জবাব দিতে গিয়ে এক পর্যায়ে বলেছেন...৭১ এ ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য যখন ধানমন্ডির বাসায় পাক সেনারা আক্রমন করে ও পিল খানায় সেই রাতেই যখন হামলা করে তখন জয় বাংলা স্লোগান ব্যবহার করেছিল। এই বক্তব্যকে নানা ভাবে বিকৃত করে ইতিমধ্যেই ব্লগে উপস্থাপন করেছেন অনেকেই। আজ বিকেলে ব্লগের নাম্বার ১ ছাগুর একটি পোস্ট পেলাম। তাতে মন্তব্য করার ২ মিনিটের মাথাই পুরো পোস্টাই হাওয়া করে দিল!!!!!!! যাক,এই বক্তব্যের অনেক আগেই এই ব্যাপারটা আমার জানা ছিল। সেই সাথে গত কালও ২ জন বীর মুক্তি যুদ্ধার সাথে কথা বলি এই বিষয়ে।

যা জানা যায় তা এরকম, ৭১ এ অনেক রাজাকার আলবদর বাহীনিও অনেক সময় মুক্তি যুদ্ধা ও স্বপক্ষের মানুষদের বাসা হামলা করার আগে জয় বাংলা ব্যাবহার করত! সবার জানা জয় বাংলা বাঙ্গালীর প্রাণের শ্লোগান। তবে কেন পাক সেনা ও তাদের দোসররা এই শ্লোগান মাঝে মাঝে ব্যবহার করত? আমি যতটা জানতে পেরেছি, প্রথমত,জয় বাংলা শ্লোগান ব্যবহার করায় ভিকটিম প্রাথমিক ভাবে বুঝে উঠতে পারত না আসলে কারা আক্রমন করছে। দ্বিতীয়ত, আশেপাশের মানুষ দের অনেকটাই বোকা বানিয়ে নিজেদের কাজ সম্পাদন করা যেত। ব্যাপারটা সম্পুর্ণ রণ কৌশলের অংশ। আমাদের মুক্তি যুদ্ধের অনেক ইতিহাসই আমাদের অজানা।

আমার নিজের এক ফুপুর বাসায় পাকিস্তানের বিশাল পতাকা উড়িয়ে সেই বাড়িতেই মুক্তি যুদ্ধাদের অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। এটাও রণ কৌশল। প্রতিপক্ষ কে বোকা বানানো ছাড়া আর কিছুই না। আশা করি এই ব্যাপারে মুক্তিযুদ্ধের যে সকল সমর নায়ক জীবিত আছেন ্তারা বিস্তারিত বলবেন জাতিকে। তবে এন্টি আওয়ামিলীগ মানুষিকতায় ভুগে অযথা বিতর্ক না বাড়িয়ে সত্য ঘটনা জানতে চেষ্টা কয়াই উচিত।

বিদ্রঃ ইতিহাস খুঁজতে চাইলে এখন নিয়মিত দিগন্ত টিভি দেখতে পারেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।