আমাদের কথা খুঁজে নিন

   

পোস্টটা স্টিকি করা হোক।

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

একটি ছেলে.. কতই বা তার বয়স?? ২০/২১.. এ বয়সে তার বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয়ে আনন্দ করার কথা, রাত জেগে পড়ার কথা, কম্পিউটারের সামনে বসে আগামীকে জয় করার স্বপ্ন দেখার কথা। কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র শান্তর জন্য এখন হয়ত এটি নেহায়াতই একটি সুখস্বপ্ন!! এখন যখন ক্লাস শুরু হয়েছে.. সবাই ব্যাগ নিয়ে ক্লাস করতে ক্যাম্পাসে যাচ্ছে, তখন শান্ত প্রেস্ক্রিপশান হাতে ডাক্তারের চেম্বারের থেকে হাসপাতালে দৌড়ে বেড়ায় তার শিক্ষক বাবার চিকিৎসার জন্য। প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। সময় হাতে মাত্র ১৫ দিন।

মাত্র এ'কটা টাকার জন্য বাঁচবে না আমাদের বাবার জীবন?? হয়ে যাব আমরা এতিম?? এগিয়ে আসি বাবার সাহায্যে। প্রসারিত করি আমাদের ভালোবাসার হাত। এখানে আমরা অনেকেই আছি বুয়েটের ছাত্র-ছাত্রী। তারা এগিয়ে আসি, তাদের সহপাঠীর জন্য। আর, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসি তাদের শিক্ষককে বাঁচাতে।

আর, সবাই ভাবি, আমার বাবাকে আমি বাঁচাবো। যেভাবে প্রয়োজন, সাহায্য করব। এ নিয়ে হিমালয়ের পোস্ট একটি মানবিক আহ্বান : বুয়েটছাত্র শান্তর বাবার নিঃশ্বাস চিরশান্ত হতে চাইছে; আমাদের কি করণীয় নেই কিছুই? পোস্টটাকে স্টিকি করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.