আমাদের কথা খুঁজে নিন

   

সিডনি অপেরা হাউস

সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।
আইফেল টাওয়ার বা তাজমহলের ছবি মানুষের কাছে অনেকদিন ধরে সুপরিচিত। ইদানিংকালের তেমনি আর একটি সুপরিচিত ছবি সিডনি অপেরা হাউস। ১৯৭৩ সালের ২০ অক্টোবর বৃটেনের রাণী এলিজাবেথ ২য় জনসাধারণের জন্য এর দ্বার উন্মোচন করেন। বিংশ শতাব্দীর ব্যাতিক্রমধর্মী স্থাপত্য হিসেবে এটি ২০০৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়।

সিডবি হারবারের বেন্নেলং পয়েন্টে তিনদিকে সাগরের নীলজল পরিবেস্টিত অবস্থান, আগেকার দিনের পালতোলা জাহাজের ডিজাইন ও জঠিল কনস্ট্রাকসানের জন্য এটি বিশ্বের অন্যতম স্থাপত্য শিল্পগুলোর একটি। এর স্থপতি হলেন ডেনমার্কের জর্ন উটজোন। এই মাল্টি কমপ্লেক্স অপের হাউসটির প্রধান অংশগুলো হল : ১) ২৬৭৯ সিটের কনসার্ট হল ২) ১৫০৭ সিটের আপেরা থিয়েটার ৩) ৫৪৪ সিটের ড্রামা থিয়েটার ৪) ৩৯৮ সিটের প্লে হাউস ৫) ৪০০ লোক একসাথে কাজ করার মত স্টুডিও। কনফিগারেশন পরিবর্তন করে এইসব হলের আয়তন ও সিট ক্যাপাসিটি বাড়ানো-কমানো যায়। আপেরা হাউসটির দৈর্ঘ্য ১৮৫ মিটাভ ও প্রস্থ ১২০ মিটার।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।