আমাদের কথা খুঁজে নিন

   

সিডনি, অষ্ট্রেলিয়া যাচ্ছি, গঠনমূলক পরামর্শ চাই

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ আনন্দ কথাটা আপেক্ষিক। ভ্রমণে আমি আনন্দ পাই। তাই ছোটবেলা থেকেই ঘুরে বেড়াচ্ছি দেশ থেকে দেশান্তরে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। এশিয়া, আফ্রিকা, নর্থ এমেরিকার পর এবার অষ্ট্রেলিয়া মহাদেশে যাচ্ছি। আসছে ডিসেম্বরেই।

এরপর সময় করে একবার ইউরোপ ঘূরে স্থির হবো! তখন ঘরে বসেই পৃথিবী ঘূরে (স্মৃতির পাতা উল্টিয়ে) কাটাবো বাকীটা জীবন! ভ্রমণে দৃষ্টি উদার হয়। মনের সংকীর্ণতা দূর হয়। নিজেকে জানতে অন্যকে চিনতে অনেক সহজ হয়। বাঙ্গালী যদি ভ্রমণ প্রিয় হত তাহলে দেশের জন্য অনেক ভালো হত। ভ্রমণ মানুষকে সহনশীল হতে শেখায়।

অন্যকে শ্রদ্ধা করতে শেখায়। অন্যকে ভালবাসতে শেখায়। বিভেদ হানাহানী অনেক কমে যায়। ভ্রমণ আমার কাছে বিলাসিতা নয়, শিক্ষা। যে শিক্ষায় আনন্দ আছে, ভ্রমণ তাই।

অভিজ্ঞরা পরামর্শ দিতে ভুলবেন না কিন্তু! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।