আমাদের কথা খুঁজে নিন

   

ডিনার করার জন্য ঢাকা থেকে কুমিল্লা

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

আমার কাজিনটা বাসায় এসে আমি আর আমার বোনকে উঠিয়ে নিয়ে গেল। আমাদের বাসা আর আপির বাসা খুব কাছে , গুলশান টু রোডের এই পার আর ঐ পার....(৫ মিনিটের পথ) আপি রাতে দুলাভাই এর কাছে আবদার করতে বললো আমরা সবাই ঘুরতে বের হবো। আমাদের মন খারাপ এটা অজুহাত দিতে বলেছে। । দুলভাইকে রাজি করা হলো।

শুক্রবার সন্ধ্যায় আমি ,আমার বড় বোন , আমার ২ টা কাজিন সারা ও ইয়াসমিন আপি আর রাশেদ ভাই(দুলাভাই) আমরা লং ড্রাইভে বের হলাম। ইয়াসমিন আপি ড্রাইভ করছিল। কোথায় যাব কোথায় ?? পরে আমরা সিন্ধাত্ব নিলাম কুমিল্লার নুরজাহান হোটেলে ডিনার করবো...কথা মতো কাজ। আমরা নুরজাহানের ২য় তলায় বিশাল ভোজ শেষ করে আবার রাতে বাসায় ফিরে এলাম । মজার ব্যাপার হলো শুধু ডিনার করার জন্য ঢাকা থেকে কুমিল্লা গেলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.