আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির জলে ভিজে ভিজে

আহসান জামান

আজ এই ঝম ঝম বৃষ্টির জলে ভিজে হেঁটে যাই অতীতের পথ; ক্লান্ত তিমির সারাগায়ে। আর এইসব শ্রাবণ-জলে মিশে ভেসে ওঠে অবুঝ শিশুর ক্রন্দন, তার মুখ; গাঁয়ের মেঠো পথের মতো অসংখ্য অতীতের ফাঁকে ফাঁকে, সবকিছু তছনছ; অহেতুক তার নাশকৃর্তি নিয়ে বসে থাকি বন্যার্ত-মানুষের মতো সেইসব দিনের ভিতর। স্মৃতির ম্লান ধূলোয় তার চিহ্ন আর মেঘের গর্জনে কানে বাজে বনজ কোকিলের গান। জুবুথুবু ক্লান্ত-কপালের ঘাম - এতো জল, এতো কান্না আজ অবসাদ করে রাখে। যে পাতা সবুজ ছিলো, তার সাথে মিশেছে হলুদের রং। কেবল অবসন্ন এই হাত তুলে আনে মাটির তল থেকে অনেক পুরানো মদ - তার মুখ কবেকার পুরানো কালের কারুকাজ। আমি সেই সব আহত চোখের কাছে নত হই আজ এই বৃষ্টির জলে ভিজে ভিজে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।