আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াট ইজ ট্রেজেডি ?(কৌ্তক)

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ W বুশ এবং সাবেক ফাষ্ট লেডি লরা বুশ একটি প্রাইমারি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন । তো স্কুলের এক ক্লাসে ছাত্রছাত্রীদের দেখতে গিয়ে মিঃ বুশ এক ছাত্রকে প্রশ্ন করলেন , বুশঃ আচ্ছা বলোতো তুমি আজ স্কুলে আসার সময় রাস্তায় গাড়ী চাপা পরে মারা গেলে তা হলে এটা তোমার পরিবার বা বন্ধুদের জন্য কেমন হবে ? ছাত্রঃ স্যার এটা সবার জন্য মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে দুঃসংবাদ হয়ে আসবে । বুশঃ না না ! তা হবে কেন ? এটা জাস্ট একটা ঘটনা । কারন গাড়ী চাপা পড়েতো অনেক লোকই মারা যায় নাকি ? বুশ এবার অন্য এক ছাত্রীকে প্রশ্ন করলেন ..... বুশঃ আচ্ছা বলোতো তোমাদের স্কুলের সবাই মিলে কোন পিকনিকে গেলে তো ফেরার সময় বাস দুর্ঘটনায় প্রায় সবাই মারা গেলে.... এই দুর্ঘটনাটা তোমাদের পরিবার বা স্কুলের জন্য কেমন সংবাদ হবে ? ছাত্রীঃ স্যার এইটা স্কুল ও পরিবার গুলোতে তো বটেই পুরা দেশের জন্য একটা ট্রেজেডি হয়ে থাকবে স্যার। বুশঃ না না কি বলো এসব ! এটা স্রেফ একটা দুর্ঘটনা । ট্রেজেডি হতে যাবে কেন ? সব শেষে বুশ এক হাবাগোবা ছাত্রের কাছে গিয়ে প্রশ্ন করলেন ... বুশঃ আচ্ছা বলোতো আজকে যদি আমরা এই তোমাদের স্কুলে আসার সময় বিমান ক্রাপ্টে মারা যেতাম তা তোমাদের এবং দেশবাসীর কাছে কেমন খবর হতো ? ছাত্রঃ স্যার এটা আমাদের জন্যে তো বটেই পুরা পৃথিবীর জন্যই একটা মহাট্রেজেডি হয়ে থাকতো । বুশঃ খুশি খুশি ভাব নিয়ে বললেন , তা কেন ট্রেজেডি হতো বলে তুমি মনে করো ? ছাত্রঃ স্যার , কারন আপনার মৃত্যুটা পৃথিবীর জন্য কোন ঘটনা ও নয়, আবার দুর্ঘটনাও নয়।তাই..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।