আমাদের কথা খুঁজে নিন

   

কিন্তু তিনি রাজনীতি করবেন এ কথা জানলে আমি তাকে বাড়িটি দিতাম না। ----এই কথার অর্থ কি --কাউকে সমবেদনায় রাষ্ট্র বাড়ী দিলে তার রাজনীতি করা ঠিক না, নাকি ...?

বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।

পুরান বউ রওশন সাহেবারে উপ নির্বাচনে একখানা ভোট প্রদান কইরবার গেছিল রংপুরে। বুঝপারই পারছেন যে ব্যাটার কথা কইতাছি হেইডা আমাগো হুমো এরশাদ , সাবেক স্বৈরাচারী রাষ্ট্রপেধ্ধান।

সাংবাদিকরা চান্স পাইয়া কি আর ছাউড়া দিবো। ধইরা বইলো , হ ধরবই তো। এরশাদ সাহেবের দিকেই তো আঙ্গুল নির্দেশ করছে আমাগোর প্রধান মন্ত্রী সাহেবা। খালেদা জিয়ার উদোর পিন্ডি সেনাকুঞ্জের বাড়ীখানা এবং গুলশানের বাড়িটিও এই ব্যাক্তিই তো প্রদান করছিলেন। প্রধান মন্ত্রী যখন কইছেন , বাড়ী দেওন ভুল হইছিল, হ ভুল তো স্বীকার করতেই হইবো।

এইবার এরশাদ এর তো খবর কইরবো সাংবাদিক ভাইবোনেরা.... আরে দূর বয়স কি কম হইছে নি ব্যাটার ... টপাটপ কইতে লাইগলো...... সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর মানবিক কারণেই আমি বাড়িটি খালেদা জিয়াকে দিয়েছিলাম। কিন্তু তিনি রাজনীতি করবেন এ কথা জানলে আমি তাকে বাড়িটি দিতাম না। এরশাদ আরো বলেন, ক্যান্টনমেন্ট হচ্ছে একটি সংরক্ষিত এলাকা। সেখানে থেকে রাজনীতি করা ঠিক নয়। রাজনীতি করতে হলে তাকে গুলশানের বাড়িতে থেকে রাজনীতি করা উচিত।

তিনি আরো বলেন, আমি রাষ্ট্রপতি থাকাকালে গুলশানের একটি বিশাল বাড়ি খালেদা জিয়াকে দিয়েছিলাম, যাতে ওই বাড়ির আয় দিয়েই তাদের সংসার ভালোভাবে চলে। পলিট্রিক্স আমি মনো ম্যান বুঝমুনা ....তয় একটা বাক্য বুঝবার চাই... বাক্যটি হইলো---- কিন্তু তিনি রাজনীতি করবেন এ কথা জানলে আমি তাকে বাড়িটি দিতাম না। খেয়াল কইরা .............. খালেদা জিয়ার পতিদেব সাবেক সেনা প্রধান, রাষ্ট্রপতি আততায়ীদের হাতে নিহত হওয়ার পর সমবেদনায় বাড়ী প্রদান করেছেন বইলেনইতো এরশাদ সাহেব। এই যে এখন যেসব সেনাঅফিসার বিডিআর নৃশংসতায় নিহত হইলেন। তাদের কে বাড়ী দেয়ার কথা হইতেছে।

এই ৫০/৬০ সেনা অফিসারেরর কারও বউ যদি কোন দিন রাজনীতি শুরু করে দেয় এবং সেই লাইনে সাইনও কইরা বসে.... তখন কি আবার এই বাক্যটি বাতাসে স্পষ্ট হয়ে ওঠে কিনা---এ মহিলা রাজনীতি করবে জানলে তাকে আর সমবেদনায় এই বাড়ী বা ফ্ল্যাট প্রদান করা হইতো না। .... না বলাটাই স্বাভাবিক , তাইলে এরশাদ সাহেব এইটা কি কইলেন .. ওই ব্যাটা তো কত কিছুই কয়.... তার কথা এই কান দিয়া ঢুকে ওই কান দিয়া বাইর হয়....কান এর আন্ত পাইপ পরিষ্কার হয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.