আমাদের কথা খুঁজে নিন

   

বাহরাইন এ অবস্থিত সকল ব্লগার দের দৃষ্টি আকর্ষন

উচাটন মন... রাজাকারের ফাসির দাবীতে যখন গণজোয়ার আর মুহুর্মূহু শ্লোগানে যখন সমগ্র বাংলাদেশ উত্তাল, গণজাগরণ যখন তীর-হারা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে সারা দেশ জুড়ে । আমরা প্রবাসেতো আর বসে থাকতে পারিনা। যদিও ভিন দেশে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে তারপরও জাতির এবিপ্লবের দিনে আমরা ও চাই একত্বতা জানাতে। নতুন এই মুক্তিযুদ্বে শরীক হতে। কিন্তু কিভাবে সম্ভব ?! আমরা তো পড়ে আছি মাতৃভুমি থেকে হাজার মাইল দুরে,,,তখনি মনের মধ্যে আসল কেননা আমরা এখানেই গড়ে তুলি আমাদের ছোট্ট শাহবাগ।

হয়তো হাজার প্রাণের বজ্র কণ্ঠ আমরা এক করতে পারবোনা, কিন্তু তাই বলে যুদ্ধাপরাধীদের প্রতি আমাদের ঘৃণা শাহবাগের তুলনায় কোন অংশে কম হবেনা। ফাঁসির রায়ের দাবি কোন অংশে কম জোরালো হবেনা। আমরা শুধু চাই এই গণ-আন্দোলনের অংশ হতে। শাহবাগ জানুক অনেক দূরে থেকেও আমরা তাদের সাথে আছি। জানুক ওরা একা নয়।

জানুক এই জোয়ারের ছোঁয়া কতদূর পৌঁছেছে। আমরা চাই জাতি কলঙ্কমুক্ত হোক। '৭১ এর নজিরবিহীন অপরাধের শাস্তি মৃত্যুদন্ড ভিন্ন কিছু আমরা চাইনা। সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে আমরা দাড়াবো। মাথা গুনতি হয়তো কম হবো হয়তো।

কিন্তু আমাদের পাশে থাকবে সকল শহীদের আত্মা, বীরাঙ্গনার অভিশাপ, সন্তান-হারা মায়ের আর্তি। আগ্রহী গন নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.