আমাদের কথা খুঁজে নিন

   

নিহতদের পরিবারে শোকের মাতম।। বাহরাইন অগ্নিকান্ড

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশির বাড়িতে এখন শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। হতভাগ্য বাংলাদেশিদের মধ্যে শাহাদাত হোসেন ও টিটু মিয়ার বাড়ি চাঁদপুরের নাউপুরা গ্রামে। নাউপুরা গ্রামের মুদি দোকানদার শাহ আলম দুই ছেলেকে হারিয়ে যেন একেবারে নিঃস্ব হয়ে গেছে। ৭ বছর আগে জমি জমা বন্ধক রেখে আর ধার দেনা করে দুই ছেলেকে তিনি বাহরাইন পাঠান।

আয়ের একমাত্র অবলম্বন দুই ছেলেকে হারিয়ে গোটা পরিবারেই নেমে এসেছে অন্ধকার। এমন চিত্র প্রায় সব নিহত পরিবারেই। খবরের সূত্র এই লিংকে শনিবার বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি নাগরিক। নিহত ১০ বাংলাদেশি হলেন, চট্টগ্রামের সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, একই জেলার হাজী রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, আব্দুল আজিজের ছেলে জামান।

এছাড়া ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির মিয়ার ছেলে জসিম, শহীদ মিয়ার দুই ছেলে স্বপন ও সাইফুল আলম সবুজ, আবুল বাশারের ছেলে মোঃ. আনোয়ার, চাঁদপুর জেলার আলমের দুই ছেলে শাহদাত ও টিটু মিয়া। এছাড়া নোয়াখালি জেলার আবদুর রহিমের ছেলে মো. ওসমান গনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.