আমাদের কথা খুঁজে নিন

   

যে আমাকে, তুমি ভালোবেসেছিলে

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

যে আমাকে, তুমি ভালোবেসেছিলে ভালোবেসেছিলে শিল্পী আমাকে- যে হাজার মানুষের মাঝে একা, যে নিজের ভেতর ডুব দেয় চোখের পলকে, যার নিযুত বেদনও যায় না দেখা। তাকেই চেয়েছিলে আপন করে - যে মাসকাবারী বেতনের হিসেব নেয় না বরং পূর্ণিমার পঞ্জী তোমাকে জিজ্ঞাসে আশ্লেষে যে শাড়ি-চুড়ি-গহনার বিন্যাসভেদি দুর্দান্ত একটা বই আব্দার করেছে তোমার কাছে, রাখতে তার বুককেসে। মন্ত্র পড়তেই তুমি ভুলে গেছো তার ’পরিচয়’ তার শিল্পীসত্তা এখন তোমার বিদ্রুপের পাত্রী ছাড়া আর কিছু নয়। তার ’আত্মমগ্ন’ ভাব, তোমার কাছে অবহেলার অভিশাপ। তার জাগতিক ঔদাসীন্য, তোমাকে রাখে বঞ্চিত, খিন্ন। তুমি ছাঁচের নারী চাও, তবে কেন আগুনে হাত বাড়াও? ’তার’ শরীরে শতাব্দীর অগ্নিকোপিন সাবধান না হলে, পুড়ে যাবে চরাচর, টেরও পাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.