আমাদের কথা খুঁজে নিন

   

আজকের দিনটি

সুন্দর সমর

আজকের দিনটিতেও গলির মুখে অন্ধ ফকির ভিক্ষা করছে আজ যদি অন্য দিনের চেয়ে বেশি পয়সা পড়ে তার থালায় এমনটা ভাবছে। মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে একটা বাচ্চা পোলা কোনও কারখানায় কাজ করতে যেয়ে হতভাগাটা ঝলসে গেছে মালিক তাকে হাসপাতালে পাঠায় নি আশে পাশের লোকজন ধরাধরি করে মেডিক্যাল কলেজে নিয়ে এসেছে ফিফত ইয়ারের এক ছাত্রী হন্যে হয়ে তার জন্য বেড খুজছে, ওসুধ খুজজে। সকালে নাস্তা খায়নি মেয়েটি, এখন খাবার ইচ্ছেটুকও চলে গেছে। আজ জাতীয় ছুটির দিন, অসুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভরা আসবে না। তাদেরকে ধরে একটা কিছু করা যেত।

সবাই জানে মেডিক্যাল কলেজগুলো চলছে এ সব ছাত্র ছাত্রীদের ঘাম আর আন্তরিকতায়। থার্ড ক্লাস আর ফোর্থ ক্লাসের মাফিয়াদের হাতে অচল চিকিৎসা, ওষুধ চলে যায় কালো বাজারে, আর প্রফেসর স্যারেরা ব্যস্ত তাদের পসার নিয়ে। সবাই জানে কিন্তু কিন্তু কেউ স্বীকার করে না। মুখে রা করে না। রোগী মরলে দায় ডাক্তার বা ইর্ন্টানীর।

অথচ রোগী প্রতিদিন মরে। মাছির মত মরে। মশার মত মরে। কেউ কথা বলে না! এরকম অস্বীকার করা আরো সত্যের ভিড় চারপাশে । আজও অন্ধকার নামলে অপুষ্টি দেহ আর ক্ষুধাকে সাথে নিয়ে রাস্তায় নামবে রোকেয়া, হাসিনা, সখিনা কিংবা আরো অনেকে।

স্বাধীন দেশ তাদেরকে খাবার দেয় না। অন্যের নোংরা শিশ্নের ক্ষুধা মিটিয়ে, অন্ধকারের সকল চাহিদা উসুল করে তবেই খাবারের পয়সা আনতে হয় হতভাগীদের। অথচ আজও টিভির চ্যানেলে চ্যানেলে উৎসবের ধুম শাইলকের মতো ধুরন্ধর লোভে সমৃদ্ধ যে সব মোবাইল কোম্পানী অর্থ হাতড়ে নিচ্ছে তারাও এখন স্বাধীনতার বুলি নিয়ে উচ্চকন্ঠ, রাজনীতিবিদ, আমলা,বুদ্ধিজীবি, কবি-সাহিত্যিক-সাংবাদিক বাণিজ্যে বসে গেছে। আজকের বাংলাদেশে সুপেয় পানি নেই, নগর পিতা তা যোগাতে পারে না, বিদ্যুতের নিশ্চয়তা নেই, মন্ত্রী প্রধানমন্ত্রী অতীতের কাসুন্দি ঘেটে খালাস! কুল্লু খালাস। নিরাপত্তা নেই, নেই, নেই, তাই ঐহিত্যের ধারক সেই কুচকাওয়াজও কচুকাঁটা হয়ে গেছে শুনছি থাকবে না বিডিআর, বলা হয় স্বাধীনতার ঘোষণা তারাই প্রচার করেছিলো '৭১এর কাল রাতে।

তারাই প্রতিবেশীর আগ্রাসী সৈন্যদের শিক্ষা দিয়েছিলো। কিন্তু আজকের বাংলাদেশে স্বাধীনতার চেয়ে বড় বাণিজ্য আজ আর কিছু নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।