আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাদী ব্যবস্থার বিশ্বমন্দায় ১ কোটি ছাঁটাই



পুঁজিবাদী ব্যবস্থার বিশ্বমন্দায় ১ কোটি ছাঁটাইঃ মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্যবস্থার বিশ্বমন্দার প্রথম বলি হচ্ছে শ্রমিক-কর্মচারীরা। বড় বড় প্রতিষ্ঠান ব্যয় সঙ্কোচনের সহজ পথ হিসাবে বেছে নিয়েছে শ্রমিক ছাঁটাই। এক হিসাবে দেখা গেছে, পুঁজিবাদী ব্যবস্থার বিশ্ব অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর ২০০৮ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে চাকরি হারিয়েছে ১ কোটিরও বেশি মানুষ। আইএলওর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০০৯ সালে ৫ কোটি লোকের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। পুঁজিবাদী ব্যবস্থার অর্থনৈতিক মন্দার কারণে ২০০৯ সালের শুরুতেই যুক্তরাজ্যের ১৯ লাখ ৭০ হাজার লোক বেকার হয়েছে।

এর মধ্যে গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই চাকরি হারানো সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪৬ হাজার। যুক্তরাষ্ট্রেও বেকারের সংখ্যা বাড়ছে। বড় বড় প্রতিষ্ঠান খরচ বাঁচাতে শুরু করেছে শ্রমিক ছাঁটাই। মার্কিন মুল্লুকে বেকার ভাতার জন্য আবেদনকারীর সংখ্যা মার্চের প্রথম সপ্তাহে ৬ লাখ ৫৪ হাজারে পৌঁছে গেছে। অস্ট্রেলিয়ায়ও বেকারত্বের হার বাড়ছে।

গত ফেব্রুয়ারিতে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। অর্থনৈতিক মন্দার জন্য জাপানেও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। গত জানুয়ারিতে তাদের বেকারত্বের হার ছিল ৪.১ শতাংশ। তবে ফেব্রুয়ারিতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মন্দায় আক্রান্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য সরকারের তরফ থেকে ব্যাংকগুলোকে টাকার জোগান দেওয়া হচ্ছে।

এরপরও চাকরি হারানোর গতি থামানো যাচ্ছে না। অনেকের আশঙ্কা, মন্দা অব্যাহত থাকলে ছোট ছোট প্রতিষ্ঠান ক্ষতিগ্রন্ত হবে। বাড়বে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। আইএলও'র প্রতিবেদন থেকে জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি- এই দু'মাসে বিশ্বে চাকরি হারিয়েছে প্রায় ৪ লাখ কর্মী। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে গত জানুয়ারিতে।

গত ২৬ জানুয়ারি- এই এক দিনেই বিশ্বে চাকরি খুইয়েছে ৮০ হাজার লোক। এই প্রতিবেদনেই বলা হয়েছে যে, গত জানুয়ারিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ১০ হাজার, ভারী যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ক্যাটারপিলার, ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার, টেলিকম প্রতিষ্ঠান সিপ্রন্ট নেক্সটেল কর্পোরেশন ও অবকাঠামো উন্নয়ন প্রতিষ্ঠান হোম ডিপো মিলে ৬১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এ ছাড়া আরও বেশকিছু প্রতিষ্ঠান জানুয়ারিতে প্রায় ৭১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.