আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালি সেক্যুলার



এই মুহুর্তে সেকুলার বাঙালি সমাজের কাছে আওয়ামী লিগ হচ্ছে সমচেয়ে গ্রহণযোগ্য বিকল্প l কিন্তু এটা কি কোনো ভালো বিকল্প ? মানতেই হবে দেশে এখন ভালো তো দুরের কথা, মাঝারি মানের বা মোটামুটি চলনসই কোনো রাজনৈতিক দলই নেই l আর বিএনপি যেভাবে জামায়াতি মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে, প্রগতিশীল কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না l তাহলে সাধারণ মানুষ আর তথাকথিত সুশীল সেকুলারদের কি হবে ? সবাই কি শুধু সারা জীবন এই দুই দলের জনগনকে নিয়ে ছিনিমিনি খেলা দেখেই যাবে ! অলরেডি এই দুই দল মহান মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের অর্জন বলে জনগনের হাত থেকে ছিনিয়ে নিয়েছে l সাধারণ মানুষ হাহাকারই করে যাচ্ছে আর সেকুলাররা জটিল জটিল বুলি কপচাচ্ছে - কাজের কাজ কিছুই হচ্ছেনা l এই চরম দুরবস্থা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি l এর জন্য দায়ী সেক্যুলার তথা সুশীল মধ্যবিত্তদের নৈতিক ও মূল্যবোধকেন্দ্রিক পরিবর্তন l কিছুদিন আগেও বাংলাদেশের সেকুলার সমাজ ছিল আদর্শ, নীতি ও সামাজিক উন্নয়নের ধারক l আমরা নিশ্চই ভুলে যাইনি যে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ হয়ে নব্বইয়ের স্বৈরাচার-বিরোধী আন্দোলন সবগুলো মধ্যবিত্তের নেতৃত্বেই হয়েছে l কিন্তু সেক্যুলার সমাজের সেই আদর্শিক দিন আর নেই l এখন এই সমাজটিও উচবিত্তদের সাথে পাল্লা দিয়ে বাড়ি-গাড়ি, ধন-সম্পদ আর স্টেটাস নিয়ে ব্যস্ত l দেশের উন্নয়ন নিয়ে ভাবা অথবা কাজ করা মানে হচ্ছে ক্ষ্যাত অথবা ভোদাই তকমা পাওয়া l অথচ আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলেই তৃনমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতা-নেত্রীদের আগমন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেকুলার সমাজ থেকেই ঘটছে l আর এই আগমন গত কয়েক বছর ধরে, যখন সেক্যুলার সমাজ তার নৈতিক চরিত্র হারিয়েছে, থামেনি বরং চলছে l অতএব এই দুই প্রধান দল আর তথাকথিত সেক্যুলারদের কাছ থেকে আর কি আশা করা যায় ? তো তাহলে কি এভাবেই চলবে ? উত্তর হচ্ছে - জ্বি বস, এভাবেই চলবে l তৃতীয় শক্তি, শ্রেণী-সংগ্রাম, গণজাগরণ, বিপ্লব ইত্যাদি মিছেই দুরাশা l মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, আরব-বসন্ত ইত্যাদি বলে কোনো লাভ নেই l কারণ আমরা বলছি সর্ষের মধ্যে ভুতের কথা l সেক্যুলার সমাজ থেকে উঠে এসে, কথা-বার্তার মারপ্যাচ সব শিখে নিয়ে, সংসদীয় গণতন্ত্রের লেবাস পরে, দুর্নীতির মধ্যে আকন্ঠ নিমজ্জিত থাকলে আর মুখে বিপ্লবী কথার তুবড়ি ছুটালে কি বা করার থাকে ?? পুনশ্চ: আমি নিজেও যদি বাঙালি সেক্যুলার সমাজ থেকে এসে থাকি, তাহলে এর দায়টা আমিও নিচ্ছি l

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.