আমাদের কথা খুঁজে নিন

   

কি নেবে, বলো?

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

বলো তবে ফুল নেবে, না ভালোবাসা দিয়ে কেনা কষ্ট-কণা? শব্দ নেবে, নাকি নীরব মুহূর্ত- মুখোমুখি দু'জনা? নেবে অভিমান? নাকি আবেগী রাতে ঝরা নীল জোছনা? স্পর্শ নাও? নেবে প্রেম-প্রেম খেলায় অযাচিত ছলনা? শব্দ নেবে, নাকি দু'চোখের ভাঁজে আঁকা সুখ-কল্পনা? বৃষ্টি নেবে, নাকি কপোল-গড়ানো অশ্রু লোনা? হৃদয় নেবে? না বুক জুড়ে থাকা গুমোট বেদনা? নেবে উচ্ছ্বাস? নাকি প্রতীক্ষা নিয়ে মিছে প্রহর গোণা? কিছু-ই নিলে না.... স্বপ্ন, আনন্দ কিংবা যাতনা! দিয়েছি আমায় - এ আমাকে-ও না! আজো জানি না.... তোমার-আমার পথ কেন মেলে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।