আমাদের কথা খুঁজে নিন

   

কে নেবে এর দায়ভার?

আমি মানুষ হতে চাই। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য নিরাপত্তার দায়িত্ব কার? ভোটের রাজনীতিতে লাভবান করা? গণতন্ত্র কার জন্য? সবাই যখন বাবা-মার হাত ধরে এই ঈদে শহরের নামী মার্কেটে বাজার করতে যায় তখন কেন আরও একজন শিশু রাস্তার পাশে ফুটপাতে বসে আমড়া বিক্রি করে?? বইয়ের বদলে তার ডালায় থাকে আমড়া আর কলমের বদলে থাকে ছুরি! তবে এই কি গণতন্ত্রের ভাষা? এই কি শিশু অধিকারের অঙ্গীকার? টিভির পর্দা কাপানো বক্তব্যে এ শিশুটির স্বার্থের কোন বিষয়ে আলাপ আমরা কেন শুনিনা? তাহলে এ শিশুটি কার? কে নেবে এর দায়ভার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।