আমাদের কথা খুঁজে নিন

   

মাগো তোমার চোখে, তোমার অলস ছেলেটা সুধু ঘরে বসেই ফেইজ বুক আর ব্লগিং এর মাঝেই সীমাবদ্ধ থাকেনি।

আল্লাহর সব সৃস্টিকে ভালোবাসতে চাই.. মাগো তোমার চোখে, তোমার অলস ছেলেটা সুধু ঘরে বসেই ফেইজ বুক আর ব্লগিং এর মাঝেই সীমাবদ্ধ থাকেনি। সে লক্ষ লক্ষ মুত্তি সেনা কে পেছনে ফেলে প্রজন্ম স্কয়ার (সাহবাগ) এর মঞ্চে প্রথম সারিতে বসেছিল। আজ আমি ধন্য এই ইতিহাসে স্বাক্ষি হতে পেরে। আমার ভবিষ্যৎ প্রজন্ম কে অন্তত বলতে পারব, আমিও ছিলাম...... যখনই অত্যাচারি শাসকের কালো থাবা কিংবা কোন গোপন অভিসার করবে ভূলুণ্ঠিত আমার মা, মাটি ও স্বাধীনতার অধিকার আমার প্রতিবাদের স্থান হবে এই প্রজন্ম স্কয়ার । অনেকেই ভাবত এই সময় যদি বাংলাদেশে যুদ্ধ শুরু হত তাহলে হয়ত, আগের মত কেউ যুদ্ধে যেতনা। আমি তাদের কে বলতে চাই, আসুন আমাদের প্রজন্ম স্কয়ার এ (সাহবাগ) দেখুন.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।