আমাদের কথা খুঁজে নিন

   

খুনি হতে চাই...

আকাশের কোন এক ঠিকানায় যখন অনেক স্বপ্ন,অনেক ইচ্ছেরা ভিড় জমিয়ে থাকে, আমি তখন তাদের ছোঁয়ার চেষ্টা করি, ওদের আপন করে নেই......... কে জানে! স্বপ্ন আর ইচ্ছের ডানায় চড়ে হয়ত একদিন আমি ছুয়েই ফেলব ~~~~জীবন!:) ইচ্ছে করছে খুনি হতে ইচ্ছে করছে রাঙ্গা ছিপছিপে রক্তে আঙ্গুল ভেজাতে , ইচ্ছে করছে এক টানে ছিড়ে ফেলতে সমাজের যত অসঙ্গতি। আমাদের মহৎ সমাজ, সমাজপতি গন আর সমাজের গণ্ডি বাধা সাধারণ মানুষ সমাজ নাকি সুষ্ঠু! সমাজ নাকি সুন্দর! সমাজ নাকি ঐক্য! কিন্তু যখন বারো বছরের ছোট্ট মেয়েটি পাশের বাড়িতে শিকার হয় লাঞ্ছনার ধর্ষণের আঁচড়ে রক্তাক্ত হয় সালমাদের শরীর... ঘরে ঘরে গৃহকর্মীর উপরে চলে অমানবিক নির্যাতন, ভাত দিতে দেরি হওয়ার কারনে যখন এক গোছা দড়ি আর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় কিশোরী নববধুর ভাগ্য... শুধুমাত্র মেয়ে হওয়ার কারনে যখন জন্মের আগেই ডাস্টবিনে ছুড়ে ফেলা হয় কন্যা শিশুর ভ্রুন! সমাজ নামক মহান জায়গাটি তখন কোথায় লুকায় তার মুখ? কোথায় ই বা থাকেন আমাদের সমাজপতিরা? কোন সমাজকে আমরা সুষ্ঠু, সুন্দর, ঐক্য বলব? যে সমাজে মেয়ে হয়ে জন্ম নেয়া অপরাধ? যে সমাজে প্রতিদিন, প্রতিঘণ্টায় নির্যাতিত হয় গৃহবধূরা? যে সমাজে ধর্ষণের পর প্রমান লুকাতে খুন করা হয় কচি মুখ গুলোকে? কোন সমাজে কড়া নাড়ব বিচারের আশায়? যেখানে পৃথিবীতে আসার আগেই উপড়ে ফেলা হয় কন্যা ভ্রুনের শেকড়! আমি জানি, আমি আজ ক্ষোভের সুরে বলছি কষ্টের কথা বলছি এবং বলছি আমার ইচ্ছের কথা। আমার ইচ্ছে করছে খুনি হতে বদ রক্তে ভেজাতে ইচ্ছে করছে বাহু। ইচ্ছে করছে সেইসব অত্যাচারীদের রক্তে এ মাটি ভেজাতে যারা সমাজকে প্রতিনিয়ত করেছে কলঙ্কিত! তাই আমি খুনি হতে চাই____ পিশাচের রক্তস্নানে ধুয়ে দিতে চাই সমাজের যত অসঙ্গতি। লিঙ্গভেদে অসদাচরণ কাপুরুষতা এটাই হোক একাবিংশের বাস্তবতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।