আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীবন স্মারক গ্রন্থ

পাখি পর্ব চলছে

নাটক পাড়ার বহুশ্রুত নাম সঞ্জীবন শিকদার- একজন কবি, একজন অভিনেতা। অভিনেতা হিসেবেই তার সমধিক পরিচিতি। প্রাচ্যনাট নাট্যগোষ্ঠীর সদস্য ছিলেন। দীর্ঘদিন কাজ করেছেন সেখানে। অভিনয় করেছেন সার্কাস সার্কাস, এ ম্যান ফর অল সিজনসহ অনেক বিখ্যাত নাটকে।

একমাত্র টেলিফিল্ম অনিমেষ আইচ পরিচালিত 'কুফা'। কবিতা লিখেছ্নে, গান লিখেছেন, লিখেছেন গল্প, নাটক। সঞ্জীবন শিকদার মৃত্যুবরণ করেছেন ২০০৫ সালে। তার মৃত্যুতে আমরা এমন একজন মানুষকে হারিয়েছি- যিনি স্বপ্ন দেখতেন নিজের মতো করে বাঁচার। কর্পোরেট জগতের বাইরে এক আলাভোলা মানুষের জীবন তিনি যাপন করে গেছেন যতদিন বেঁচে ছিলেন।

আপস করেননি। এই পাগল সঞ্জীবনের জীবন, তার কর্মকাণ্ড, তার সৃষ্টিকে এক মলাটের ভেতর নিয়ে এসেছে তার প্রিয় নাট্য সংগঠন প্রাচ্যনাট। এতে আছে সঞ্জীবনকে নিয়ে তার বন্ধু, সহজনদের স্মৃতিচারণ, তার নিজের লেখা কবিতা, গান, গল্প, নাটক। রয়েছে দুর্লভ কিছু ছবি। একনজরে সঞ্জীবন শিকদার স্মারক গ্রন্থ মন যাবি চল অন্ধকারে সম্পাদক : শাওন আকন্দ প্রকাশক : প্রাচ্যনাট পৃষ্ঠা : ১৯৯ মূল্য : ২০০ টাকা প্রাপ্তিস্থান : প্রাচ্যনাট এর অফিস, দিলুরোড, ঢাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।