আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক (একশো গুণ ভাল!!!) {ইহা কোন পুরান জুক্স নয়। গতকাল (১৭-০৩-২০০৯) তারিখ বিদ্যালয়ে বসিয়া লিখিয়াছি।।।}

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

(হায়ার ম্যাথ পরীক্ষার রেজাল্ট দেয়ার পর বাবা ও ছেলের কথোপকথন।

) বাবাঃ বাবা হায়ারম্যাথে কতো পাইলা??? ছেলেঃ বাবা, শূণ্য পাইছি। বাবাঃ আর তুমি যে একটা মাইয়ার লগে কথা কও। ও কতো পাইছে? ছেলেঃ বাবা, ওতো আমার থিকা সবসময়-ই একশো গুণ ভাল করে। হায়ার ম্যাথেও একশো গুণ নাম্বার পাইছে। বাবাঃ মানে? ছেলেঃ মানে সেও ডাবলজিরো!!!!!! (যাহারা জানেননা তাহাদিগের জন্য।

শূণ্যকে কোটি কোটি সংখ্যা দ্বারা গুণ করলেও ফলাফল শূণ্য আসে। ) রসিক গ্রুপেও পোস্ট করা হলো আমার পোস্ট করা সকল কৌতুক। (এড করা হইলো)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।