আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়ভাজন ব্লগার মনজুরুল হক: বাধ ভাঙ্গার আওয়াজে, মন ভাঙ্গার আওয়াজ শুনতে চাইনা ...



গতকাল গভীর রাতে একটা পোষ্ট করেছিলাম। শিল্পী মাকসুদ এবং একজন ব্লগার মনজুরুল ভাই সম্পর্কিত। গতকাল রাতে-ই 'ব্যাতিক্রমী' নামের একজন ব্লগারের করা একটা পোষ্ট পড়ে এবং তা থেকে প্রাপ্ত লিংক নিয়ে পড়ে দেখে আমি আমার সাধারণ উপলদ্ধিটাই লিখেছি। সেটা হয়তো কোনো কারনে একটু প্রকট হয়ে গেছে মাকসুদ ভাইয়ের সাথে ব্যাক্তিগত পরিচয় এবং তার প্রতি বিশেষ অনুরক্ততার কারনে। তারপর; প্লাস মাইনাসের পাল্লায় হিসাব করে নয়, সাধারণ হিসেবে কিছু মন্তব্য পড়ে মনে হচ্ছে, এখানে হয়তো আমি আমার লেখাটা বোঝাতে পারিনি।

অনেকে বিষয়টা ব্যাক্তিগত আক্রোশ কিনা সে সন্দেহের তীর ছুড়েছেন। সকলের প্রতি বিনীতভাবে বলতে চাই, আমার ব্লগিং ইতিহাস খুবই অল্প দিনের। এই সময়কালে কারো সাথেই আমার কোনো ব্যাক্তিগত পরিচয় বা সর্ম্পক হয়নি। যেসব ব্লগারদের চিনি, তারা ব্লগিং করার পূর্বেই পরিচিত। আর দুয়েকজনের সাথে পরিচয় হয়েছে এবারের বইমেলাতে।

যাদের সাথে ফেব্রূয়ারী পরবর্তী সময়ে আর দেখা হয়নি। এমনকি ফোনেও কথা হয়নি। তাই কারো কথায় বা প্ররোচণায় উদ্বুদ্ধ হয়ে বা কাউকে হেয় করে কোন লেখা পোষ্ট করার কোন অভিলাষ আমার নেই। সকলকে আমি আমার পূববর্তী ব্লগগুলো কষ্ট করে পড়ে দেখারও অনুরোধ করবো। কোথাও কারো সাথে ব্যাক্তিগত দ্বন্দে, এমনকি মতামতগত দ্বন্দেও জড়িয়েছি কিনা? কেউ আমার মতের বাইরে সম্পূর্ণ অপ্রাসঙ্গীক মন্তব্য করলেও তা আমি তা নির্বিবাদে মেনে নিয়েছি তার মত প্রকাশের অধিকারের প্রতি সন্মাণ জানিয়ে।

আমার লেখাটাকে অনেকে মনে করছেন, এটা মনজুরুল ভাইয়ের সাথে আমার কোন সমস্যা-জনিত পোষ্ট। সকলের কাছে বিনীত চাওয়া, প্লিজ পোষ্টটি ভালো করে পড়ুন। এখানে কোনো ব্যাক্তিগত কিছু নেই। শুধু আমার একজন প্রিয় শিল্পীকে দিতে চাওয়া তার 'চটকনা'টা নিয়ে আমার প্রবল আপত্তি ছিল। আমি ব্যাক্তিগতভাবে মনজুরুল ভাইয়ের লেখার অনুরাগী।

তার ষ্টিকি করা পোষ্ট, উদ্যোগ প্রশংসনীয় এবং সম্প্রতি লেখা 'তিনটি ভিন্ন ঘটনা>তিনটি পরম্পরা>অতঃপর দে গরুর গা ধুইয়ে' পড়ে আমি অসম্ভব মুগ্ধ। তাই, একজন গুনী মানুষ মনজুরুল ভাইকে বলি, আপনি যদি বিষয়টা নিয়ে আহত হোন তাহলে আমি দুঃখিত। আমি আমার একজন প্রিয় শিল্পীর প্রতি ভালোবাসা থেকে একটি অনুভূতি পোষ্ট করেছিলাম মাত্র। আপনাকে দুঃখ দেবার বা আক্রমন করার কোনো ইচ্ছে সেখানে ছিলনা। পড়ে দেখলে বোঝা যাবে সেখানে এমন কোনো বিষয় নেইও।

আমি আমার লেখাটার বিষয়টা নিয়ে এখনও আগের অবস্থাতেই আছি। আমার আপত্তির জায়গাটা ছিল শুধুই 'চটকনা'। আমার একান্ত ব্যাক্তিগত বিবেচনায় সেটা আপনার কাছে প্রত্যাশিত ছিল না। তবে সেটা যদি আপনি মনে করেন ব্যাক্তিগত আক্রমন হয়েছে, প্লিজ ছোট ভাইকে জানান। আমি সে বিবেচনায় আমার লেখা প্রত্যাহার করে নিতেও রাজি আছি।

প্রিয় মনজুরুল ভাই, বাধ ভাঙ্গার আওয়াজে এসে আমি কোনো মন ভাঙ্গার আওয়াজ শুনতে চাইনা। আপনি ভালো থাকুন। আগের লেখাটির লিংক : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।