আমাদের কথা খুঁজে নিন

   

শব্দপ্রতি আস্টোয়ানা দিতে হবে - ব্লগারদের সম্মিলিত দাবী

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমরা সামহোয়ারের কতিপয় ব্লগাররা আজকে সকালে মহাখালী ফ্লাইওভারের উপরে একটা উড়ন্ত মিটিং করেছি। আমরা দীর্ঘদিন যাবত দেখেছি যে আমরা ছাড়া ব্লগ অচল, আমরা সবসময় কর্তৃপক্ষকে বিভিন্ন দাবী-দাওয়া, হরতাল, অবরোধ দিয়ে চাঙা রাখি। আমরা নিত্য নতুন নাটক বানাই, নাটকে অভিনয় করি। অতএব আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরাই মানে আমরা যেকজন ছিলাম তারাই কেবল ব্লগের ভালো রাইটার। আমরা ছাড়া আর ব্লগের কেউ ভাল লিখতে পারে না।

আমরা শুধু ভাল রাইটার না, সেলিব্রিটিও বটে। আমাদের অটোগ্রাফ নেবার জন্য ফ্লাইওভারের উপরে লাইন লেগে গিয়েছিল। যাউকগা, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো - আমরা এখন থেকে পয়সা ছাড়া লিখুম না। প্রতি শব্দের জন্য আমাদের আস্টোনা দিতে হবে। আমরা যে ব্লগে মন্তব্য করবো সেই ব্লগাররাও আমাদের আস্টোনা দিতে বাধ্য থাকিবেন।

আর এছাড়া প্রতি পোস্টের প্রতি শব্দের জন্য যদি আমাদের আস্টোআনা না দেয়া হয় তাহলে আমরা আর একটা শব্দও লিখবো না। সাফ কথা। হু!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.