আমাদের কথা খুঁজে নিন

   

BUET Fantasy(part-1)



ফিস: মপ ? আপনি সেই মপ? সাপদের মধ্যে সবচেয়ে জ্ঞানী? মপ: হমম ফিস: গুরু আপনের পা কই? মপ: সাপদের পা হয় না। ফিস: Sorry Boss. তো গুরু আপনে এতো জ্ঞানী হইলেন কেমনে? মপ: জ্ঞানী তো আমি হইনাই । তোমাদের সাপের গুষ্টি আমারে বলে। ফিস: বলবে না কেন বলেন? আপনে সাপ হইয়া থাকেন এমন এক জায়গায়। মপ:BUET এ থাকি সত্যি কিন্তু জ্ঞানী হইসি নিজ গুণে।

এই BUET এর পোলাপাইন যতটা মনে কর ততটা না। ভাবতাম ভাল ছাত্র , সারাদিন পরে কিন্তু এইখানে আইসা দেখি উলটা ঘটনা, সারা রাত জাগে । ফিলিম দেখে আর সারাদিন ঘুমায়। আজব! বাদ দে । তোর নাম কী? ফিস: জে আমার নাম ফিস ।

আমি আইসি আপনার কাসে জ্ঞানী হইবার লাইগা। আপনে যদি BUET এ থাকার Permission দেন। মপ: দিলাম , কিন্তু সাবধান। মানুষের কাছে বেশী যাবি না। বিশেষ কইরা মাইয়া মানুষ।

এরা হুদাই সাপ দেইখা চিল্লান দেয়। এদের boyfriend আরে জোরে চিল্লান দেয়। পরে pencil hill দিয়া মাইয়াটাই বাড়ি দেয়। boyfriend তখন ভয়ে গাছে ঝুলতাসে। সাবধান! BUET এর মাইয়া danger চিজ।

ফিস: জে গুরু আপনের wife কই? মপ: আর কইসনা। হে গেসে আউল্লায়। ফিস: আউল্লা কী? মপ: উফফ এই BUET এর পোলাপাইন। নাম আহসানউল্লাহ্ ভালা একটা নাম , বদলাইয়া হইলো আউল্লা। আজব! সেইখানে এক পোলার room এ ঢুইকা পোলার গায়ের জামায় আমার বউয়ের ছবি‍।

ব্যাস, সেইটা দেখতে রোজ যায় । ফিস: বলেন কী? মপ: আরে এই CSE বলে কি একটা দল আসে এরা আমার বউয়ের ছবি চুরি করে জামায় লাগাইসে। মহা বজ্জাত! ফিস: ওইযে ভাবী আসে। ভাবী ভালা আসেন? শশ: কে আপনি? মপ: ও আইসে এইখানে কয়েকদিন থাকবো। তো তোমার খবর কী? ছবি দেখলা? শশ: আরে না।

আজকে কয়েকটা বাইরের পোলাপাইন এক তার লইয়া খেলা শুরু করসে। একজন laptop নামের কি একটা লইয়া হাবিজাবি বলে আরেকজন তার গর্তে ঢুকায়। আর ভালা কথা ওইযে যার room এ যাই তার নাম জানসি। মপ: কী নাম? শশ: মাশশশফিক। বেচারা খুব ভালা বইগুলা এমনে রাখে যাতে আমি লুকাইতে পারি।

কিন্তু কয়েকটা বজ্জাত পোলা আইসা তারে disturb করে । একটুসখানি বিছানা বেচারার সেইখানে তারের খেলা শুরু করসে। মপ: মানুষের লাইগা এত দরদ দিয়া লাভ নাই । বুঝলা বউ ? ফিসরে কিসু খাইবার দাও। ফিস: গুরু আমার খাওন লাগবো না।

মপ: আরে খাও । কালকে তোমারে BUET দেহামুনে। ফিস: আইচ্ছা। To be continued ... ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।