আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইতে বুয়েটিয়ানদের(BUET) মিলনমেলা (ছবি ব্লগ)

সব সময় চোখে ভাসে আমার প্রাণ প্রিয় মাতৃভূমির মাটি ও মানুষের হাস্যজ্জল মুখচ্ছবি।

ব্যস্ত প্রবাস জীবনের ফাঁকে পুরনো দিনের বন্ধু, ছোট ভাই, বড় ভাইদের সঙ্গে সময় কাটাতে পরিবার নিয়ে এসেছেন মরুর বুকে সমুদ্রদের মাঝে সবুজে ঘেরা মামজার পার্কে(Mamzar Beach Park)। আগে দ্বীপটি শারজার অংশ ছিল,এখন এটি দুবাইয়ের মধ্যে পরছে।

ঢাকায় কোন অনুষ্ঠানে গেলে আমার কাছে সব আপুকে একই রকম মনে হতো(কানিজ আলমাসের সৌজন্য) । এইখানে সব ভাবিকে দেখে মনে হচ্ছে কানিজ আলমাস এখনও দুবাই এসে পৌছাইনি ।

সবাই আজ বাঙালী সাজে সেজে এসেছেন। শীতের সকালে দূর্বা ঘাসের উপর সূর্যের আলো যেন মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে সাথে চারিদিকে সবুজ সমারোহের মাঝে বাচ্চাদের ছুটাছুটি, গাছে উঠা, ফুটবল খেলা করার দৃশ্য আমাদের ছোটবেলার কথাই মনে করিয়ে দিচ্ছে।

আমার ড্রাইভিং ফেল করার কথা শুনে এক ভাইয়া বলছে আমি মিয়া সাতবার ফেল করছি অথচ আমার ডাইভিং কন্ট্রোলের উপর পি এইচ ডি করা আছে। পাশের ভাইয়া বলছে আমি এইখানে এত ভাল গাড়ি চালাই কিন্তু ঢাকায় গেলে গাড়ি চালাতে ভয় পাই। গাড়ি নিয়ে বের হলেও রাত একটার পর বের হই।

পাশ থকে বলছে এই তুই রাত একটায় গাড়ি নিয়া কই যাস? পুরা হাসির রোল পরে গেল (ডার্টই মাইন্ড)। সারাটা দিন কাটছে এই ধরণের জোকস , গল্প, হাঁসি, তামাশা আর হই হুল্লর করে। দুপুরে লাঞ্চের সময় সবাই খাবার নিয়ে চেয়ার ছেড়ে দূর্বা ঘাসের উপর দলে দলে গোল হয়ে বসে খাচ্ছে, সবাই যেন ক্যাম্পাস জীবনের বনভোজনে ফিরে গেছি।
এখানকার বাচ্চাদের পড়াশুনা করতে হয় ইংলিশ মিডিয়ামে। সহপাঠী, প্রতিবেশিরাও বিভিন্ন ভাষাভাষীর।

তাদের সাথে সবসময় ইংরেজিতে কথা বলতে হয়। কিন্তু আজ সব শিশু এক অপরের সাথে বাংলায় কথা বলছে। খুব চমৎকার লাগছে, শিশুরা তারা তাদের শিকড় ভুলেনি। ভাইয়া ভাবিরাও প্রশংসার দাবি রাখে। শিশুদের জন্যও কিছু খেলার আয়োজন ছিল।

কেও জিতবে কেও হারবে এটাই স্বাভাবিক। কিন্তু কোন বাচ্চারই মন খারাপ করতে হয়নি, সবার জন্যই পুরুস্কারের ব্যাবস্থা ছিল। উদ্যোগটা আমার কাছে যথেষ্ট ভাল লাগছে।

পাভেল ভাই দেখতে একটু মোটাসোটা ,দেখে ভাবছি “যেখানে রাত সেখানে কাত” টাইপের হবে মানে নড়তে চড়তে পছন্দ করবেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুরা অনুষ্ঠান খুব সুন্দর ভাবে অর্গানাইজ করছেন, ছুটাছুটি করছেন এবং সব সময় মুখে মিষ্টি হাসি মেখে।

গনি ভাই , ফাহিম ভাই সর্বোপরি যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিল সবাইকে খুব সুন্দর এবং সুচারুভাবে আয়োজন সম্পন্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

ছবি আসছে ..........




















অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.