আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোনে টিভি দেখার সুযোগ নিয়ে এলো এসএসএলই ... [আপডেট]

পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে।

এখন থেকে মোবাইল ফোনেই দেখতে পাবেন বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনের গ্রাহকদের জন্য মোবাইল টিভি বা এমটিভির এই সুবিধা নিয়ে এসেছে সফটওয়্যার সলিউশন অ্যান্ড লজিস্টিক এন্টারপ্রাইজ (এসএসএলই)। প্রাথমিকভাবে শুধু চ্যানেল আই ও এটিএন বাংলা দেখা গেলেও ভবিষ্যতে মোবাইল টিভিতে আরও চ্যানেল যোগ হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাশেক রহমান। জাভা ও জিপিআরএস সুবিধা থাকা বেশির ভাগ মোবাইল ফোনসেট দিয়ে মোবাইল টিভি দেখা যাবে।

এর জন্য বাড়তি কোনো অর্থ লাগবে না। শুধু নিজ নিজ অপারেটরের ইন্টারনেট ব্রাউজিং চার্জ প্রযোজ্য হবে। শুরুতে গ্রামীণফোন, একটেল, টেলিটক ও ওয়ারিদের গ্রাহকেরা এ সুবিধা ভোগ করবে। প্রচলিত চ্যানেলগুলো ছাড়াও থাকবে এমটিভির নিজস্ব চ্যানেল, যেখানে মিউজিক ভিডিও, চলচ্চিত্র, নাটক, নিউজ সার্ভিস, টক শোসহ নানা বিষয়ের জন্য থাকবে আলাদা মোবাইল টিভি চ্যানেল। চাইলে যে-কেউ এমটিভিতে নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেখানে রাখা যাবে নিজের ছবি, ভিডিওসহ যাবতীয় তথ্য; তাও একেবারে স্বল্প খরচে।

এসএসএলইর কর্মকর্তারা জানান, এপ্রিল থেকে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু শহরে এমটিভির কার্যক্রম শুরু হবে। এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও এমটিভি তার কার্যক্রম বিস্তৃত করবে কিছুদিনের মধ্যেই। যেভাবে পাবেন মোবাইল টিভি: মোবাইল ফোন থেকে mtv লিখে পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে। ফিরতি এসএমএসে পাওয়া লিংকে ক্লিক করে মোবাইল টিভি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। মোবাইল স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুযায়ী মোবাইল টিভি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে।

ইনস্টলের পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে ‘ওয়াচ টিভি’ অপশনে গিয়ে পছন্দের অনুষ্ঠান নির্বাচন করতে হবে। এ-সংক্রান্ত তথ্যের জন্য ফোন করতে পারেন ০১৭১৩২০৬০৬০ অথবা ০১৭১৩২০৬১৬১ নম্বরে। এ ছাড়া http://www.sslebd.com/mtvinfo ঠিকানায় জানা যাবে এ-সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি। সূত্র: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.