আমাদের কথা খুঁজে নিন

   

আমি স্বাভাবিক মৃত্যু চাই!

সুন্দর সমর

আজকাল কিছু লিখতে ভয় হয়, কি জানি যদি কোনো বাহিনী এসে চেপে ধরে দেশে কি হচ্ছে সে প্রশ্ন করতে ভয় হয়। সেনা কর্মকর্তাদের সাথে কথা নাকি বাক-বিতন্ডা যাকে সাধারণ মানুষ কাইজ্যা ফ্যাসাদ বলবে তার টেপ কি সুন্দর সুর সুর করে চলে আসে ওয়েবে। তারপর কতিপয় ওয়েব বন্ধ করে দেয়া হয়। বাংলার হতভাগ্য মানুষের জন্য এই হল ডিজিটাল বাস্তবতা। তবে প্রশ্ন জমা হয় যদিই এতো খারাপ কথা হয় তা হলে কেনো তাদের ধরা হয় না, যারা এসব ওয়েবে পাচার করেছে? অন্যদিকে পাশের দেশের বাংলাভাষী হতঃদরিদ্র রাজ্য থেকে প্রচারণার টেউ প্রতিদিনই দেখি যার গায়ে লেখা বাংলাদেশের নিন্দাবাদ।

ভিত্তিহীন। যুক্তিহীন প্রচারের তোড় দেখে মনে হয় যুদ্ধ চলছে। এখন কাকে নিয়ে লিখব? কি নিয়ে লিখব? আবার নামবে সেই ৭৪? একদলের কালো কলরব! দুঃর্ভিক্ষ। গুম। খুন।

রক্ষী। সন্ত্রাস! না আমি আর হয়ত এসব নিয়ে লিখব না। আমি স্বাভাবিক মৃত্যু চাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.