আমাদের কথা খুঁজে নিন

   

আপাতত উইনার প্রথম আলো।

এইটা আমার ব্লগ। যথারীতি প্রথম আলোই নির্ধারণ করে দিলো, কে বিজয়ী, কে বিজেতা। কে নেতা, কে প্রণেতা। আমার হিসেবে চয়েস গুলো খারাপ হয়নি। কিন্তু সব চেয়ে ফ্রাস্ট্রেটিং হইলো, তারুণ্যের জয়গান আর উৎসব এর উৎসব ময়তা নিয়ে হই চই এর আড়ালে মূল দাবি গুলো হারিয়ে গেছে ।

এবং প্রথম আলো এক্টিভ অর্গানাইযার বাম দের দাবি গুলো কে আড়াল করে খুবি ডিবেটেবল এবং বাংলাদেশে সারবজনিন গ্রহনযোগ্যতা নাই এমন একটা দাবি কে মেইনস্ট্রিমে নিয়ে আসছে জনতার মুল দাবি হিসেবে। এবং এই কন্টেস্টেবল এবং হাইলি সেন্সিটিভ ইসু টাকেই পাব্লিক পারসেপ্সানে এসটাব্লিশ করতাসে শাহবাগ মুভমেন্টের মুল চাওয়া হিসাবে। কিছু অরগানাইযার দের পোস্ট দেখে বুঝতাসি, এই বক্তব্য টা তারা এপ্রুভড করে নাই। আমি একটা উইনার আর লুজার লিস্টি করতেছি, যেইটা দুই এক দিনেই প্রকাশ করবো। কিন্তু আপাতত উইনার প্রথম আলো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।