আমাদের কথা খুঁজে নিন

   

বাণী চিরন্তনী - ব্লগার বাণী -> (((লেখক)))



বাণী চিরন্তনী - ব্লগার বাণী তে দেয়া হবে বিশেষ কোন শব্দ নিয়ে নির্বাচিত বাণী চিরন্তনীর অংশ। এবং আমাদের ব্লগার বন্ধুরা সেই বিশেষ শব্দ নিয়ে তাদের কথা, মতামত এবং বাণী জানাবেন। মহান ব্যক্তিদের বাণী আর ব্লগারদের বাণী-সব মিলিয়ে আমাদের বাণী চিরন্তনী - ব্লগার বাণী!!! আজকের শব্দ - > (((লেখক))) * যদি লেখক হবার বাসনা থাকে তবে লেখ। - ইপিকটিটাস * প্রত্যেক জাতির মূল গৌরব তাদের লেখকদের কাছ থেকেই উদ্ভূত হয়ে থাকে। - জনসন * লেখক নিজেই তার সর্বোত্তম বিচারক।

- মোঃ রহমতউল্লাহ * একজন লেখকের সৌভাগ্য বা দুর্ভাগ্য এই, তিনি যে কোন সাইকোএনালিষ্ট বা গোয়েন্দার চেয়ে বেশি বুঝতে পারেন মানুষের চরিত্র। -সুনীল গঙ্গোপাধ্যায় * যিনি নিজের সম্বন্ধে লেখেন এবং তার সমকালের ব্যাপারে লেখেন , তিনিই একমাত্র ব্যক্তি যিনি সব লোকের জন্য লেখেন এবং সব মানুষের জন্য লেখেন। - জর্জ বার্নার্ড শ * সাহিত্যের ইতিহাস সাধারনতঃ গৌণ লেখকদেরই ইতিহাস, যারা দুই মহৎ লেখকের মাঝখানের স্থান ও কালগত শূণ্যতা পূরণ করে মাত্র। - দেবেশ রায় * মন্দের ওকালতি করিতে কোন সাহিত্যিকই কোন্দিন সাহিত্যের আসরে অবতীর্ণ হয় না, কিন্তু ভুলাইয়া নীতিশিক্ষা দেওয়াও সে আপনার কর্তব্য বলে জ্ঞান করে না। দর্নীতিও সে প্রচার করে না।

একটুখানি তলাইয়া দেখিলে তাহার সমস্ত সাহিত্যিক দুর্নীতির মূলে হয়তো এই একটা চেষ্টাই ধরা পড়িবে, মানুষকে সে মানুষ বলিয়াই প্রতিপন্ন করিতে চায়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। * সত্যিকারের বড় লেখক বোধ হয় সোজাসুজি, সরল ভাষায়, অল্প কথায় এমন কঠিন বিষয় নিয়ে লিখতে পারেন। - বুদ্ধদেব গুহ। * গায়কের সার্থকতা কথার ফাঁকে, লেখকের সার্থকতা কথার ঝাঁকে।

- রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা "লেখক" শব্দ নিয়ে আপনাদের কথা, মতামত এবং বাণী জানাবেন। আর সাথে সাথে আপনার পছন্দ হয়েছে কোন বাণী, সেটা জানাতে ভুলবেন না যেন!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।