আমাদের কথা খুঁজে নিন

   

বাণী অসম্ভাবী (বাণী চিরন্তনী যখন নীরবে কাঁদে)

এদেশে দুর্মুখ দমন কমিশন (দুদক) নামে একটি সংস্থা তাঁদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনে নিবিষ্ট আছেন। এই সংস্থার প্রধান হিসেবে সরকার নিয়োজিত মিঃ গোলাম তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে কথা ও কাজে সঠিক সমন্বয়ই ঘটাচ্ছেন। কারন ড্রাইভার চাপরাশি ডেকে এনে কোন তদন্তে সাক্ষী-শাবুদ করা তাঁর উপর ন্যস্ত দায়িত্বের মধ্যে পড়েনা। বরং তাঁর নিয়োগকর্তা সরকার বা প্রভুকূলভুক্ত কারো বিরুদ্ধে দুর্নীতি তদন্তের দাবী উঠলে স্বসম্মানে আমন্ত্রণ জানিয়ে এনে অভিযুক্তের বক্তব্য নথিভুক্ত কোরে পরিশেষে নির্দোষ বলে একখানা সনদ প্রদান করাই তাঁর প্রধানতম কাজ। দুর্মুখদের সমুচিত জবাব দেওয়া সহ তাদের দমনে এরকম বলিষ্ঠ পদক্ষেপ তাঁর মত দায়িত্বপ্রাপ্ত ছাড়া একবিংশ শতাব্দীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কার পক্ষে সম্ভব? সফলভাবে দায়িত্ব পালন করার জন্য তিনি, তাঁর নিয়োগকর্তা এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেশবাসীও গর্বিত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।