আমাদের কথা খুঁজে নিন

   

অশিক্ষিত আলু : একটি পরীক্ষামূলক কার্টুন

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
03.jpgimg|http://media.somewhereinblog.net/images/thumbs/mozammelprodhan786_1236503709_1-01.jpg] [ কার্টুন আঁকার অপচেষ্টা চালাচ্ছি। গল্পটা অনেকটা নাসিরউদ্দিন হোজ্জার মত। রাজা অনেক চেষ্টটেষ্টা করে একটা কবিতা লিখলেন। হোজ্জাকে কবিতাটি শুনিয়ে বললেন মন্তব্য করতে।

হোজ্জাতো পড়লেন ভারি বিপদে ! ভাল হয়েছে বল্লে মিথ্যা বলা হবে। আর খারাপ হয়েছে বল্লে গর্দান যাবে। এখন তিনি কী মন্তব্য করবেন ? অনেক ভেবে চিন্তে বল্লেন - মহান রাজার পক্ষে কী না সম্ভব ? তিনি চাইলেন একটা ফালতু কবিতার উদাহরণ দিতে, তাই কত সুন্দর একটা ফালতু কবিতার নমুনা পেশ করে দেখালেন। সত্যি ! রাজার তুলনাই হয় না ! ঠিক এরকমই একটি ফালতু কার্টুন আঁকার অপচেষ্টা ! সম্ভবত সামুতে এটিই প্রথম কোন কার্টুন পোস্ট করার ঘটনা। আরো কি কার্টুন এসেছে ? জানা থাকলে লিংক দিন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.