আমাদের কথা খুঁজে নিন

   

YouTube, eSnips, MediaFire BANNED?

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

YouTube বাংলাদেশে ব্যান হয়েছে, প্রথম জানলাম ম্যাসেঞ্জারের এক বন্ধুর কাছে। ঠিক বিশ্বাস হয়নি.. ভাবলাম বন্ধুর পিসিতে হয়তো কোন কারিগরি সমস্যা হয়েছে। নিজে ওপেন করতে গিয়ে দেখি হচ্ছে না। ম্যাসেঞ্জারে কয়েক ডজন বন্ধুকে জিজ্ঞেস করে জানলাম কারো পিসিতেই হচ্ছে না। শেষ পর্যন্ত ভাবলাম হয়তো ইউটিউবের সাইটে কোন কারিগরি সমস্যা হয়েছে.. বা বাংলাদেশে জোনে কোন সাময়িক সমস্যা।

কিন্তু কিছুক্ষনের ভেতরেই আবিষ্কার কলাম mediafire এবং eSnips ও খুলছে না। খবর নিয়ে জানলাম কারো পিসিতেই খুলছে না এগুলো। একটু পরেই একজন জানালো http://www.upload-mp3.com নামের সাইটটিও খুলছে না। সূত্রটা খুব সহজেই বুঝা গেল.. যেসকল সাইটে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর অডিও পাওয়া যাচ্ছিলো সেগুলো সব ব্যানড! অতীতে আমরা বিভিন্ন দেশে ইউটিউবসহ আরো অনেক সাইট ব্যানের খবর শুনেছি। অনেকে সেসব দেশের সমালোচনা করেছেন।

শেষ পর্যন্ত বাংলাদেশেও এই কান্ড হবে কে জানতো! প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর মিটিং এর অডিও-এর জন্যই যদি আলোচ্য সাইটগুলোর ব্যান হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই rapidshare.com, gmail.com সহ আরো অনেক সাইট ব্যান করতে হবে। যে অডিও ফাইলটির জন্য সাইটগুলো ব্যান হচ্ছে সেটির বিষয়ে ইতিপূর্বে অনেকের আগ্রহ না থাকলেও এখন সবাই অডিওটা খুঁজতে শুরু করবে। কয়েকটা ফোরামে দেখলাম বেশ কয়েকজন আগ্রহীও হয়ে ওঠেছেন। এই আগ্রহীরা এখনা google.com এবং অন্যসকল সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হবেন অডিও ফাইলটি খুঁজে বের করার জন্য। সরকার কী তাহলে google.com এবং যাবতীয় সকল সার্চ ইঞ্জিনও ব্যান করে রেখে দিবে? এত কষ্ট করার দরকার কী? ফাইবার অপটিক লাইনটা কেটে দিলেই তো হয়! -- কম্পিউটার গ্রুপে প্রকাশিত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।