আমাদের কথা খুঁজে নিন

   

অনির্ণীত সময়

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে।

মাঝে মাঝে আকাশে তাকাই, অসীম শূণ্যতাকে পেতে চাই অস্তিত্বের প্রগাঢ় আহবানে। পূর্ণিমা নিশীথিনী ক্ষনটুকু আপন সান্নিধ্যে টেনে আনি, চোখ বুজে নির্ণয় করতে চাই শুভ্র-স্নিগ্ধ ঝলসানো আলো। আমি চোখ বুজে ঠাহর দাঁড়িয়ে রই, প্রস্তর নির্মিত শিলাকে ভেদ করে শিশির বিন্দু সম আলোও দৃষ্টিকে জ্যোতির্ময় করে না। বসন্ত আয়োজনের শুভ্রতা টুকু ললাট ছুঁয়ে যায় অস্পষ্ট স্বরে, কবিহীন বিমুখ প্রান্তরে খুঁজে ফিরি আপন সত্ত্বার নিদ্রিত অনুভূতি। কিছুই তো নেই!! এতো নয় বসন্ত গুঞ্জন ..................আজি মৃত্যুর সবটুকু আয়োজন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।