আমাদের কথা খুঁজে নিন

   

টেক্কা সাহেব গোলাম বিবি

বাংলাদেশী

তারেক ছোট বেলা থেকেই কিছুটা বোকা প্রকৃতির, তবে যে সব বিষয়ে তার আগ্রহ সে সব বিষয়ে সে পন্ডিত। ছাত্রাবস্হায় একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু তারেকের কোন পান্ডিত্ত মেয়েটির কাছে ধরা দেয়না ফলে প্রেম বিফলে যায়। তারপর থেকে তারেক প্রেমের প্রতি খুব একটা আগ্রহী হয় না। নিজের ভুবন নিজের মত করেই সাজায়। শুধু কাজ আর কাজ।

সে জীবনের গতিকে উপভোগ করে। আমেরিকাতে সে একটা চাকুরী করে,পাশাপাশি পড়াশোনা এবং ব্যবসা। আমেরিকাতে ব্যবসা করা অনেক কঠিন। আমেরিকানদের বোকা মনে করে তারেক। সে ভেবে পায় না, কেন আমেরিকানরা সুরা পান করে নিজেদের চিন্তাকে অবশ করে,ঘন্টার পর ঘন্টা জুয়া খেলে সময় নষ্ট করে।

তারেকের বিয়ের বয়স যাই যাই করছে, মায়ের পিড়াপিড়িতে বিয়ের সিদ্বান্ত নেয়। সে ভাবে, তার সহধর্মিনী তাকে বুঝতে পারবে,তার মেধা কিছুটা হলেও তার কাছে ধরা দিবে। বিয়ে করে ফেলে । সব ঠিকঠাক চলছে, তারেক বুঝতে পারে,তার সব কাজেই সহধর্মিনীর বিস্ময়। কিছুটা আবাক হয় তার কোন বোকামিই কি ধরা পরে না? জীবনের গতির কাছে সব কিছুই যেন চাপা পড়ে যায়।

তারেক এখন নিজের চিন্তাকে অবশ করতে ভালবাসে,টেক্কা সাহেব গোলাম বিবি নিয়ে কিছুটা সময় নষ্ট করাকে বোকামি মনে করে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.