আমাদের কথা খুঁজে নিন

   

প্যালেস্টাইনে শান্তি কি আদৌ কখনও আসবে?

Everyone is entitled to my opinion.

আমেরিকার নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের আগে বলেছিলেন তিনি শত্রু-মিত্র সবার সাথেই আলোচনার টেবিলে বসে রাজনৈতিক ভাবে সমস্যার সমাধান করতে চান। বিশেষ করে ইরান এবং কিউবার সাথে। কিন্তু তার সেই আশায় মনে হয় গুড়ে বালি ঢেলে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনী। মিশরে বিশ্ব দাতা দেশ গুলোর সম্মেলনে প্যালেস্টাইনকে ৪.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার দুদিন পর বুধবারে তেহরানে অনুস্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে আয়াতুল্লাহ আলি খোমেনী নিম্নোক্ত কথা গুলি বলেনঃ ১) প্যালেস্টাইনকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। ২) সকল মুসলিমের জন্য প্যালেস্টাইনকে সাহায্য এবং সহযোগীতা করা অবশ্য পালনীয় কর্তব্য।

তিনি আরও বলেন, "আমি এখন সকল মুসলমান ভাই-বোনদের একজোট হয়ে জিওনিস্ট অপরাধীদের প্রতিরোধ গুড়িয়ে দেয়ার জন্য বলছি। " ৩) দুটি আলাদা রাস্ট্রের সম্ভাবনার প্রসংঙ্গে বলেন," এ বিষয়ে যে কোন ধরনের আলোচনা কোন ফল বয়ে আনবে না। " তিনি আরও বলেন, "আমেরিকা ও ব্রিটেন ক্যনসার আক্রান্ত টিউমার (ইসরায়েল) সৃস্টি এবং তাকে সাহায্য করে ক্রাইম করেছে। বারাক ওবামা পরবর্তিতে কি পদক্ষেপ নেবেন সেটা দেখার আশায় রইলাম। তিনি আলোচনার টেবিলে আর বসতে না চাইলে কি তাকে দোষ দেয়া যাবে? আর একটা কথা প্যলেস্টাইনের ব্যাপারে প্যালেস্টাইনীদেরই সিদ্ধান্ত নেবার কথা।

ইরান কেন তাদের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে? ইরান কি চায়না প্যালেস্টাইনে শান্তি প্রতিস্ঠিত হোক? সূত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।