আমাদের কথা খুঁজে নিন

   

প্যালেস্টাইনে বিপন্ন মানবতা

যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
ভূ-মধ্য-সাগরের তীর জুড়ে থাকা হে প্যালেস্টাইন, বহুকালের নির্মম পড়ন্ত সূর্যের অতৃপ্ত ছায়া ঠেলে আনতে চেয়েছ ভাগ্যাকাশে নতুন ভোরের সূর্যোদয় ভাগ্যে জোটেনি কভু স্থির নীরব সুশান্ত সময় হিংস্র শ্বাপদেরা করে ক্ষতবিক্ষত তোমার আলয়। মানবতা আজ লান্ছিত, বিপন্ন তোমার কোলে দূর্বৃত্তেরা ছিনিয়ে ভূমি রক্তের হোলি খেলে বহুবার হয়েছ ভৌগোলিক বিচ্ছিন্নতায় আক্রান্ত তবুও কখনো মানসিক বৈপরীত্যের ছিলনা বিভেদ ইসলামের শান্তির পতাকাতলে ছিলে সবাই এক ইতিহাসের দীর্ঘ পরম্পরায় নবী-রাসূলদের আবাস ফুলে ফলে ভরা খুবই সমৃদ্ধ একটি দেশ। ইসলামের ঝান্ডা উড়িয়ে বিশ্বকে আলোকিত করার জন্য চিরকালের পূণ্যভূমি তুমি নবী-রাসূলদের স্মৃতি ধন্য ইবরাহীম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, লুত, দাউদ, সোলাইমান, সালেহ, ইসা (আ.) ও ইয়াহইয়া, একদা তাঁদের পদ-ভারে মুখরিত ছিলে অবিরল এখনো সেই পূণ্যস্মৃতি বিশ্বমাঝে অম্লান সমুজ্জ্বল হে প্যালেস্টাইন আজও নবীদের পুন্যভূমি আজও বিশ্বে মুসলিম উম্মাহর আছে তোমার ভূমির সাথে নিবিড় আত্মিক সম্পর্ক। আজ এ ভূমির বৈধ ও একমাত্র উত্তরাধিকারীর দাবীদার হতে চায় ইহুদি জাতি তথা বনী ইসরাইল কেড়ে নেয় ভূমি, নতুন নামকরণ করে ইসরাইল আরম্ভ করেছে খুন ও আর রক্তের উন্মত্ত হোলি খেলা বর্ণবাদী দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য করছে লড়াই। ফিলিস্তিন আজ শুধু জীবন রক্ষার তাগিদে দিচ্ছে পাল্টা জবাব ইসরায়েলী স্নাইপাররা ঠান্ডা মাথায় করছে ফিলিস্তিনি শিশুদের হত্যা তাই শুরু হয়েছে পুরো পৃথিবী থেকে যুদ্ধবিরোধী লং মার্চের মানবতার সাহায্যে এগিয়ে আসুন... টার্গেট ১ মিলিয়ন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।