আমাদের কথা খুঁজে নিন

   

অত্যন্ত শক্তিশালী, হিংস্র যে দেশি ও বিদেশী শক্তি সেনা অফিসারদের হত্যার পেছনে আছে তারা কি কখনো ধরা পড়বে?



বিডিআর-এ প্রেষণে নিয়োজিত ছিলো সেনাবাহিনীর চৌকোস অফিসাররা । এই পরিকল্পিত হত্যাকান্ডের ফলে বিডিআর এবং সেনাবাহিনী প্রায় ২৫/৩০ বছর পিছিয়ে গেলো । আসলে আমাদেরতো সেনাবাহিনী দরকার নেই । আমেরিকা আমাদের সমুদ্রসীমা দেখবে । আন্চলিক লিডার ভারত বর্ডর ও স্হলবভাগ দেখবে ।

ফলে আমাদের কোনো চিন্তা নেই । এতে করে দালাল, দেশের স্বার্থবিরোধিরা খুশি হবে । একাত্তরের পরে জন্ম বলে রাজাকারদের তখনকার ভূমিকা প্রত্যক্ষ করতে পারি নাই। এখন যারা দেশের স্বাধীনতা, দেশের মাটি ও মানুষের বিরুদ্ধে কাজ করে তাদের ঘৃণা করার ভাষা আমার জানা নাই । দেশের এই সংকটকালীন সময়ে নোংরা রাজনীতি, বিভেদ, ষড়যন্ত্র, একতার অভাব আমাদের পতন ত্বরাণ্বিত করবে ।

আর দালাল, দেশের স্বার্থবিরোধিরা প্রভুর দেয়া অর্থ -সম্পদ নিয়ে আরাম আয়েস করবে । I hate both Pro Indian and Pro Pakistani Dalal / collaborate . । কতটা নিখুত পরিকল্পনা ও সুষ্ট বাস্তবায়ন । দেখেতো মনে হয় কমান্ডো হামলা (বাহিরের কিছু লোক কিলিং-এ অংশ নেয় বলে জানা যাচ্ছে । ) অবশ্যই বিডিআর-এর নানা অভাব অভিযোগ থাকতে পারে ।

সেটাকেও কাজে লাগিয়েছে বিদেশী শক্তি । এখন কি হবে br /> ১। কিছু বিডিআর-এর কঠিন সাজা হবে। যা হবে নাbr /> ১। কারা প্লান করেছে , কখনই জানা যাবে না ।

২। কারা টাকা খরচ করেছে , কখনই জানা যাবে না । ৩। অত্যন্ত বুদ্ধিমান যে দেশি ও বিদেশী শক্তি এর পেছনে আছে তারা কখনই ধরা পড়বে না । এরা বিডিআর-এর সদস্যদের ক্ষোভ কাজে লাগিয়েছে ।

মিডিয়া এমনকি সরকারকে অন্ধকারে রাখতে পেরেছে । কোনো সন্দেহ নাই যারা প্রত্যক্ষ্যভাবে কিলিং-এ অংশ নিয়েছে তারা নিরাপদে সরে পড়েছে । ২৫-২৬ ফেব্রুয়ারি এই ২ দিন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যা চেয়েছে তাই হয়েছে ঃ- (১) বিডিআর সম্পূর্ণভাবে কমান্ডশূন্য করা । (২) যারা প্রত্যক্ষ্যভাবে কিলিং-এ অংশ নিয়েছে সেইসব এজেন্টরা শহীদ সেনাবাহিনীর চৌকোস অফিসারদের মৃতদেহ বিকৃত করেছে এমনকি পুড়িয়ে ফেলেছে । (৩) বেছে বেছে সেনা অফিসারদের মৃত্য নিশ্চিত করেছে ।

(৪) সরকারকে সিদ্ধান্থহীনতায় রাখা । (৫) মিডিয়াকে কাজে লাগানো । (৬) যারা প্রত্যক্ষ্যভাবে কিলিং-এ অংশ নিয়েছে তারা নিরাপদে সরে পড়েছে । যা এখনই করা উচিত ঃ (১) আসুন সবাই ঐক্যবদ্ধ হই । (২) দুই নেত্রী বিভেদ ভুলে একসাথে এই বিপযর্য় থেকে দেশকে বাচাতে পারেন ।

(নাহলে পাকিস্তান ফরমূলায় একজন হয়তো বিপদে পড়তে পারেন ) (৩) দেশপ্রেমিক সকলে সচেতন হলে । (৪) শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা । (৫) অবিলম্বে এই ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ বাহিনী গঠন করা । অত্যন্ত শক্তিশালী, হিংস্র যে দেশি ও বিদেশী শক্তি সেনা অফিসারদের হত্যার পেছনে আছে তারা কখনই ধরা পড়বে না। আসলে আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.