আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু আপনাকে বলছি, আমাকে ক্ষমা করবেন, আপনার নামটি মুখে আনতে পারছি না!!!!

বোবা আর বোকার কোনো শত্রু নাই বঙ্গবন্ধু আপনাকে বলছি, আমাকে ক্ষমা করবেন। আজ কিছু নব্য রাজাকারের মত আপনাকে নিয়ে আমার এ পোস্টটি লিখতে হচ্ছে। জানি না আপনি কিভাবে নিবেন??? আমি জানি একাত্তরে আপনার অবদানের কথা। আমি জানি শুধু এ দেশটিকেই আপনার প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলেন বলে আপনাকে কতবার জেল খাটতে হয়েছে। কত লাঞ্চনা সহ্য করতে হয়েছে।

আমি শুনেছি আপনার ৭ই মার্চের সেই অগ্নিঝরা বক্তৃতাটি। যতবার শুনি ততবারই মুগ্ধ হয়ে যাই। গায়ের প্রত্যেকটা রোম এখনও দাঁড়িয়ে উঠে। আমি জানি একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে আপনি কিভাবে পূনঃগঠন করাছিলেন। আমি জানি এই বাংলাদেশ নামক ছোট্ট দেশটিই ছিল আপনার স্বপ্ন, আপনার প্রাণ।

অথচ আজ যখন আমরা তরুণ প্রজম্ম আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি, তখন জেনেশুনেই খুব সন্তর্পণে আপনাকে অচ্চুত করছি। আপনাকে নিক্ষেপ করছি ইতিসাসের সেই আস্ত কুঁড়ে ঘরে। হ্যাঁ আমাদের সচেতন নাগরিক সমাজই একাজটি করছে। হায় সেলুকাস!!!! এই তাহলে আমাদের জাতির স্বপ্নদ্রষ্টা, সোনার বাংলার রূপকার লাখো বাঙ্গালীর প্রাণের নেতা বঙ্গবন্ধুর শেষ পরিনতি!!! এই বার মূল কথায় আসি। অনেকের মত আমারও গত তিনচারটা দিন কেটেছে রাজপথে শ্লোগানে শ্লোগানে।

কতশত শ্লোগান, "বীর বাঙ্গালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর", "তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা", "লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করতে বাঁচতে চাই", "তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ", "তুমি কে আমি কে বাঙ্গালী, বাঙ্গালী"। খুব ইচ্ছে ছিল গত তিন চারদিন আপনার নামেও একটা শ্লোগান দিই। যখন কেউ একজন "জয় বাংলা" শ্লোগানটি ধরে মনের অজান্তেই মুখ থেকে "জয় বঙ্গবন্ধু" শব্দটি বের হয়ে আসতে চায়। কয়েকবার মুখ ফসকে বেরও হয়ে গিয়েছিল। শুধু আমার না অনেকেরই এমনটা হয়েছিল।

দুই একজন যদি অতি আবেগের ঠেলায় আপনার নামটি মুখেও এনেছিল অন্যরা তাকে জারি দিয়ে থামিয়ে দিয়েছিল। না, এটা সাধারন মানুষের আন্দোলন, কোন আওয়ামীলীগের আন্দোলন না। হ্যাঁ ভুল শুনেন নি মুখ ফসকে বের হয়ে গিয়েছিল!!! এইটা নতুন বাংলাদেশ। দেশ আজ নতুন বাঁকে দাঁড়িয়েছে। হয়ত সহসাই একটা পরিবর্তন আসবে।

আর সেখানে আপনার নামটি বেশ জেনেশুনেই কর্তন করা হচ্ছে। আমাদের কি দোষ বলুন। আপনার কন্যা এখন আপনার রেখে যাওয়া সংগঠনটি চালাচ্ছে। উনার চ্যালাফ্যালাদের কাছে আপনি আইকন। আপনি এখন ঐ চ্যালাফ্যালাদের।

একটা সচেতন নাগরিকও আপনার নামটি মুখে আনতে দুইবার ভাবে!!! আজকের ২০১৩ সালে বঙ্গবন্ধু মুখে আনা মানে সে আওয়ামীলীগার। সবার কাছে আপনি এখন একজন আওয়ামীলীগার বঙ্গবন্ধু। আপনি জনমানুষের নেতা হতে পারেন নি!!!! কিংবা আপনাকে হতে দেয় নি। জানি না নাম কামানোর ধান্ধায় আপনি রাজনীতি করেছিলেন কিনা? প্রত্যেকটা স্থাপনা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের আগে আপনার নাম লাগানোর জন্য যুদ্ধের ডাক দিয়েছিলেন কিনা? এই দেশ স্বাধীন করেছিলেন কিনা? আজ যখন আমরা আপামর জনসাধারন আবার এক হয়েছি, একাত্তরের বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য রাস্তায় নেমেছি সেখানে সেই একাত্তরের নায়কটি নেই। তার টিকিটটুকুও খুঁজে পাওয়া দায়।

কেন? আপনার মৃত্যুর পর গত ৩৮টি বছরই আমরা সাধারন মানুষরা চেয়েছি, আপনাকে গনমানুষের নেতা বানাতে। কিন্তু আপনার আওয়ামীলীগ দেয় নি। এমন কি আজোও দিচ্ছে না। থাকেন আপনি আপনার আওয়ামীলীগ নিয়ে, একজন বঙ্গবন্ধু না থাকলে আমাদের এমন কি আসে যায়। আমরাতো বাংলাদেশ পেয়েছি।

অন্তত এখনতো অনেক শান্তিভরে নিঃশ্বাস নিতে পারছি। কে এই দেশটি এনে দিয়েছিল এতে আমাদের কিচ্ছু যায় আসে না। হয়ত সামনে একটু কারেকশন করে এই গানটি গাইতে হবে, বঙ্গবন্ধুর(!!!) সোনার বাংলা, নজরুলেরই বাংলাদেশ। জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ। বাংলাদেশ, বাংলাদেশ।

পরিশেষে একটাই কথা আমাকে ক্ষমা করবেন প্লিজ। আপনার নামটি মুখে আনতে পারছি না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.