আমাদের কথা খুঁজে নিন

   

লাল-নীল কাপড়ের গোয়েন্দা "ক্লূ" ঃ যত কয় তত নয়।



আমরা টিভিতে দেখেছি লাল কাপড় মুখে বেঁধে বেশ কিছু জওয়ান টিভি সাংবাদিকদেরকে নানা দাবীর কথা বলেছে । এরা এতো লাল কাপড়ের টুকরো একসাথে পেলো কোথা থেকে, কিভাবে ? লাল, নীল, সাদা কাপড় পাওয়াটিকে যত বড় গোয়েন্দা 'ক্লু" বলে প্রচার করা বা মনে করা হচ্ছে আদৌ তা নয়। ওগুলি ছিল অনুষ্ঠান উপলক্ষ্যে মাঠে ও রাস্তার দুপাশে লাগানো রং বেরংয়ের ডেকোরেশন ফ্লাগ। জোয়ানরা সেগুলিই মুখ বাঁধার কাজে ব্যবহার করেছে। আহত এক বিডিআর সৈনিক (হাসপাতলে চিকিৎসাগ্রহণরত) এক টি.ভি সাক্ষাতকারে বলেছে। যদিও সাক্ষাতকারটি এক মিনিটেরও ছিল না। .. কেন জানিনা, ছোট এই ব্যাপারটিকে বিরাট একটি গোয়েন্দা "ক্লু" হিসেবে সবাই প্রচার করছে। সেনা অফিসার থেকে শুরু করে বড় বড় রথী মহারথী আলোচকরাও লাল-নীল কাপড়েরর বিষয়টাকে বিরাট এক "ক্লু" বলে প্রচার করছেন। পুরা ব্যাপারটিই সেরকম নয় তো? হত্যাযজ্ঞ সমর্থন করার প্রশ্নই আসেনা। কিন্তু ব্যাপারটিকে পূর্ব পরিকল্পিত বলে মনে করা হচ্ছে যেসব সূত্র ধরে সেইসব সূত্র বা কারণগুলি এপ্রোচ করাটা সঠিক হচ্ছে তো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।