আমাদের কথা খুঁজে নিন

   

খেরোখাতার প্রথম পাতা



অনেকদিন ধরেই ভাবছিলাম নিজেকে ব্লগার করার। আজ এই ব্লগের প্রাণচাঞ্চল্য সুদূর প্রবাসে বসে আমার প্রিয় দেশটার চরম মুহুর্তগুলো যেভাবে জানালো, এরপর নিজেকে জড়িয়েই ফেললাম। বুঝতে পারছি আমার প্রথম কাজ বাংলা টাইপিং শিখে ফেলা। নইলে মনের কথাগুলো লিখবার আগেই দৌড়ে পালাচ্ছে। প্রথম ব্লগ হিসেবে মন্দ না ! (নিজকে বোঝানো আর কি!!) সব ব্লগার দের ধন্যবাদ।

হয়তো শুধু এটুকুই দিতে পারবো, যদিও এর চাইতেও বেশিই পাওনা তাদের। তবে আজকের স্টিকি পোস্টটা আমাকে এতো নাড়া দিয়েছে, অসাধারণ! নতুন ব্লগার বলে এখানেই নিজের সহমত একাত্মতা জানালাম। আজ এটুকুই থাক। রাতের খাবার খেতে যাই। আজকের আয়োজন "পাস্তা"।

বাঙালি পেট চায় ভাত আর শুটকি! দেখি কাল কিছু করা যায় কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।