আমাদের কথা খুঁজে নিন

   

খেরোখাতার দ্বিতীয় দিন



সারাদিনের পরে এখন এলাম ব্লগ এ লিখার জন্যে। কি লিখব কিছুই বুঝে উঠতে পারছিনা। এভাবে শুধু ডাল-ভাতের জন্য মানুষ মানুষ কে খুন করতে পারে? তাও এভাবে? এটা একটা গণহত্যা ছাড়া আর কিছুই না। হতে পারে অনেক অন্যায় অবিচার হয়েছে। তাই বলে এভাবে সবাই কে? এতটা নিষ্ঠূর হতে পারে? এভাবে ড্রেন এ ফেলে রাখবে মানুষ গুলো কে? এভাবে মাটিচাপা দেবে? আমি কিসের ভরসাতে আমার দেশ কে ওদের হাতে ছেড়ে দেব? কাল যে আমার ঘরে কেউ আগুন লাগাবেনা তার নিশ্চয়তা আমাকে কে দেবে? আমাকে ছুড়ে দেবেনা নর্দমা তে এ আমি কি করে জানব? কিছুই ভাল লাগছেনা।

আজ পত্রিকাতে ছবিগুলো দেখে নিজেকে সামলাতে পারিনি। আমার ভাই ও ত ওখানে থাকতে পারত। ওরা তো আমাদের ই ভাই। ভাই ভাইকে এভাবে...উফফ, আমি ভাবতেই পারছিনা। আজ আর খেরোখাতায় কিছু লিখবনা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।