আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা থেকে সেনানিবাসসহ সকল প্রকার সামরিক আধা সামরিক সদর দপ্তর প্রত্যাহারের দাবি জানাচ্ছি

আমারই চোখে মিষ্টি সে, রিমঝিম ঝিম বৃষ্টি সে...

পিল খানায় যখন বিডিআর সদর দপ্তর স্থাপন করা হয় তখন ধানমন্ডিতে বাঘ শিয়াল একসাথে ডাকতো (আমার নানা সাক্ষী), ৫০০ টাকায় বিঘা পাওয়া যেত ওখানে, মতিঝিল ছিল খাল। কিন্তু এখন ঢাকা একটি জনবহুল শহর, মেগা সিটি, ২ কোটির কাছাকাছি জনসংখ্যা। ১ স্কয়ার মিটারও খালি জায়গা পাওয়া যাবে না যেখানে মানুষ থাকে না। বাঘ শিয়াল হনুমান সেই কবেই তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে ঢাকা থেকে, শুধু রয়ে গেছে কাউয়া আর তেলাপোকা। এখন ঢাকাতে বিডিয়ার বা পুলিশ যদি রাস্তায় দাঁড়িয়ে শুধু কাধে রাইফেল উঠায় তাহলেও এক জন আহত হবার সম্ভাবনা থাকে।

তাই রাজধানীর প্রান কেন্দ্রে সেনানীবাস, পুলিশ হেডকোয়ার্টার, বিডিআর হেড অফিস থাকলে আর তাদের মনে এরকম মাঝে মাঝে রঙ লাগলে ১০/১২ জন সাধারন বেসামরিক নিরীহ নাগরিক যে সবসময় ধরাশয়ী হবে- সেটা বলতে আর সময় লাগে না। জনগননের দোহাই দিয়ে সব কিছু করা হলেও সেই জনগনই আল্টিমেটলি ভূক্তভোগী হয়। জনগনের জন্য পল্টন ময়দান বা বায়তুল মোকারমে সভা সমাবেশ করা হলে কিংবা জনগনের জন্য হরতাল করা হলে জনগনই মহাদূর্ভোগে পরে। জনগনের জন্য আর্মি বিডিয়ার পুলিশ পোষা হয়, সেই তারাই জনগনরে বাঁশ দিতে আছে সবসময়। ক্যান্টনমেন্টে হেটে গেলে আর্মি দ্বারা নাজেহাল হতে হয়।

আমি কি এই দেশের নাগরিক না? আমার কি নির্বিঘ্নে হাটা চলা করার অধিকার নেই? আমাদেরকেই কেন জিম্মী হয়ে থাকতে হবে পলিটিকাল পার্টির পান্ডা দের কাছে, আর্মির কাছে, বিডিআরের কাছে, পুলিশের কাছে??? যাই হোক কথায় কথা বাড়ে, মেঘে মেঘে হয় বেলা। আমি শহরবাসীর পক্ষ হতে ঢাকার পিলখানা ও রাজারবাগ থেকে বিডিয়ার ও পুলিশ সদর দপ্তর ও ঢাকা ক্যান্টনমেন্ট অপসরনের জোড় দাবী জানাচ্ছি। এই সব স্থাপনা, ঘাটি কিংবা সদর দপ্তর ঢাকা সিটির অদূরে নিরাপদ কম ঘনবসতীপূর্ণ জায়গায় করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.