আমাদের কথা খুঁজে নিন

   

সাধারন ক্ষমা : আবার একটি ক্ষমাহীন অপরাধ

সবসময় সঠিক হওয়া দিয়ে দৃঢ়তা আসে না, বর‌ং আসে ভূল হবার ভয়কে জয় করে।

২৫শে ফেব্রূয়ারি, বুধবার। আজও যথারীতি অফিস করে বাড়িতে ফিরে গোসল সেরে সোফায় বসেছি। আসতে প্রায়ই একটু দেরি হয় বলে, সোফায় বসতে বসতেই টিভিতে খবর দেখার সময় চলে আসে। আজ ভাবলাম, টিভি-টা এ সময় আর খুলবো না।

দেখছি আমার মেয়েটার, ওর নাম নন্দিতা, কিছুদিন ধরে পড়াশুনার বেশ ক্ষতি হচ্ছে। যেহেতু সে আমার পাশে বসেই পড়াশুনা করে তাই এই চিন্তার পরিবর্তন। কিন্তু একটু পরেই আবার ভাবলাম শুধু হেড লাইন-টা দেখেই টিভি বন্ধ করে দেব। দেশের বাইরে থাকি বলে মূলতঃ দেশের খোজ খবর নেয়া আমাদের অভ্যেস-এ পরিণত হয়েছে। শেষে টিভিটা খুললাম।

টিভি খুলতেই আজ বিশেষ বুলেটিন দেখে খুব অবাক এবং ব্যথিত দুই-ই হলাম। বিডিআর হেড কোয়ার্টারে গোলাগুলি, খুনা-খুনি। কিছু বুঝে ওঠার আগেই প্রথম যে খবরটা আমাকে ভীষণ চ্‌মকে দিলো, তা হলো "প্রধান মন্ত্রীর সাধারন ক্ষমা"। আমাদের সন্মানীত প্রধান মন্ত্রী শেখ হাসিনা কোন বিবেচনা ছাড়া সকল বিদ্রোহী এবং খুনি বিডিআর জওয়ানদের সাধারন ক্ষমা করে দিয়েছেন যারা দেশের সেনা সদস্যদের ও সাধারন পথচারীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। যে সাধারন ক্ষমা নিয়ে আমাদের জাতি গত ৩৭ বছর ধরে ভীষণ লজ্জাকর ভাবে দ্বিধা বিভক্ত হয়ে আছে।

সেই সাধারন ক্ষমা আমাদের বংগবন্ধু কন্যা কত সহজেই না আবার তা করে দিলেন। এটাই প্রমাণ করিয়ে দেয় যে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারিনা অথবা জানিনা। সেই থেকে দুটি প্রশ্ন আমাকে বড্ড বেশী বিচলিত করে যাচ্ছে। প্রথমতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করে সেই সকল জওয়ানদের সাধারণ ক্ষমা করে দিলেন যারা তখন পর্যন্ত আত্মসমর্পন না করে অসংখ্য সেনা সদস্যদের হেড কোয়ার্টারের ভিতরে জিম্মি করে রেখে বিদ্রোহ করে যাচ্ছে এবং সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে শেখ হাসিনা কে এই সকল ঘৃনিত অপরাধীদের সাধারন ক্ষমা করার? যারা আইনের দায়িত্বে থেকেও, আইন ও নীতি বহির্ভত ভাবে অসংখ্য সেনা ও নিরীহ পথচারীদের উপর হত্যাজঘ্য চালিয়ে তাদের অভিমত প্রকাশ করার দুঃসাহসিকতা দেখাতে পারে। আমি জানি আমার এ প্রশ্নের উত্তর আরও অনেক প্রশ্নের মত অজানাই থেকে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.