আমাদের কথা খুঁজে নিন

   

পড়লে ভাল, বুঝলে আরও ভাল, পড়ে না বুঝলে খুবই ভাল।

I am the red thread Between Nothingness And Eternity

অনেকের মত আমারও এই ব্লগে আসার একটা প্রধান কারন হচ্ছে ভালো কিছু লেখা পড়া এবং দেশের মতিগতি বোঝা। কারন কোন একটা বিষয়ে যখন একগাদা লোক কথা বলে তখন অন্তত সেই বিষয়ে মোটামুটি একটা ধারনা পাওয়া যায়। কিন্তু কদিন থেকে লক্ষ্য করছি যে উল্টাপাল্টা কিছু পোস্ট প্রথম পাতায় আসছে, যেমন 'এইটা করতে মন চায়', 'ঔটা ধরতে মন চায়', 'অমুক ভাই ব্যান কেন', 'তমুক আসলে কে' । এই ধরনের পোস্ট দেয়ার যুক্তিসঙ্গত কোন কারন আমি খুঁজে পেলামনা ( হয়ত ঠিকমত খুঁজে দেখার ইচ্ছাও নেই)। যাইহোক, আমরা ভালো লেখা পড়তে চাই, ভালো কিছু নিয়ে ঝামেলা করতে চাই, এতটুকুই আমাদের প্রত্যাশা। ( আমি কিছু ব্লগারদের অনুরোধ করবো যাতে তাঁরা সঠিক বানান ব্যবহার করেন, ইচ্ছাকৃতভাবে ভুল বানান লেখার কারনে অনেক ভাল পোস্টও ঠিকমত বোঝা যায়না।) ধন্যবাদ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.