আমাদের কথা খুঁজে নিন

   

শিবিরের নতুন প্রজন্মের ভাইবোনেরা

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যেটা আমার কাছে ভুল মনে হয় , তার তাত্ক্ষণিক যুক্তিসম্মত প্রতিবাদ করতে আমার ব শিবিরের নতুন প্রজন্মের ভাইবোনেরা, আপনাদের হয়ত ভিন্ন একটা আদর্শ থাকতে পারে। আপনারা আওয়ামী লীগ, বি এন পি কে অপছন্দ করতে পারেন।

আপনারা হয়ত গান বাজনা পছন্দ করেন না। কিন্তু, আপনারা কিভাবে যুদ্ধের সময়ে সংগঠিত অপরাধের হোতাদের জন্য আপনার ভেতরের সততাকে বিলিয়ে দিচ্ছেন ? একবারের জন্য ও কি মনে হচ্ছে না, এত মানুষের এই স্বতঃস্ফূর্ত দাবীটা হয়ত যৌক্তিক। আমার বেশ কিছু ক্লাস মেইট ছিল যারা শিবির করে, কেউ লীগ করে, কেউ দল করে, কিন্তু বেশিরভাগে র ছিল নিজস্ব চিন্তা করার ক্ষমতা। ক্রিকেট খেলার সময় সবাই এক দল হয়ে খেলত। খেলা দেখার সময়ে, বা একই দল হয়ে খেলার সময়ে তাদের দেখে কেউ আলাদা আলাদা দলের বলে বিভাজন সৃষ্টি করবে এটা সম্ভব ছিল না।

দল থেকে অন্যায় নির্দেশ দিলেই সেটা মানতা হবে, তা তো না ! আল্লাহ আমাদের মানুষ হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। নিজস্ব বুদ্ধি বিবেচনা করার জন্য ব্রেইন দিয়েছেন। মানবতাবোধ দিয়েছেন। দিয়েছেন সঠিক আর ভুলকে চিহ্নিত করার ক্ষমতা। আপনাদের আইডিওলজি ভিন্ন হতে পারে।

কিন্তু মানবহত্যা আর ধর্ষণের সমর্থন তো কোন সুস্থ মানুষ করতে পারে না ! দাবী হতে পারে, সকল দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই এর। দাবী হতে পারে, এখনকার সময়ের খুনীদের বিরুদ্ধে লড়াই এর। কিন্তু একজন বাংলাদেশি, বিশেষত নতুন প্রজন্মের বাংলাদেশি যাদের সামনে আছে সত্যিকার ইতিহাস জানার অনেক সুযোগ, তারা তো কোনভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের পক্ষে দাঁড়াতে পারে না ! আপনাদের প্রতি আমার একটাই কথা। শিবিরের যে ছেলেটা আমার ক্লাস মেইট ছিল, যে আমাদের সাথে বসে খেলা দেখত, বা যে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, সে তো আমার শত্রু না। তার প্রতি আমার কোন রাগ থাকার ও কোন কারণ নাই।

আমার রাগ তো সেই সমস্ত ভন্ড মানুষদের বিরুদ্ধে, যারা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ করে এখন ছদ্মবেশ এ ঘুরছে আর তরুণ সংগঠন কে ব্যবহার করছে, নিজেরা নিরাপদ থাকার জন্য ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.