আমাদের কথা খুঁজে নিন

   

শিবিরের রগ কাটা

ইসলামী ছাত্রশিবির আবারও রগ কাটার ঘটনা ঘটাল। তাদের এবারের শিকার রংপুর কারমাইকেল কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ধরনের বর্বর আচরণের মধ্য দিয়ে একটি ছাত্রসংগঠন আসলে কী অর্জন করতে চাইছে, সেটা আসলেই এক বড় প্রশ্ন।
প্রতিপক্ষ ছাত্রসংগঠনের কর্মীদের ওপর এই নৃশংস রগ কাটার সংস্কৃতি তৈরির দায় এককভাবেই দেশের স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াতে ইসলামীর সহযোগী ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের। একাত্তরে এ দলটি ও তাদের ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী শক্তি হিসেবে এ দেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, রগ কাটা যেন তারই পুনরাবৃত্তি।


সম্প্রতি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া এবং এতে জামায়াতের বেশ কয়েকজন নেতা দোষী সাব্যস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা জামায়াতে ইসলামীসহ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের একই ধরনের নৃশংসতায় মত্ত হতে দেখেছি। বিশেষ করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর তাঁরা যে বর্বর কায়দায় হামলা চালিয়েছেন, তা সভ্য সমাজে অকল্পনীয়। একই ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা প্রতিপক্ষ ছাত্রসংগঠনের কর্মীদের ওপর বর্বর কায়দায় হামলা চালাচ্ছেন।
রংপুর কারমাইকেল কলেজে বুধবার দুপুরে যখন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের ওপর হামলা চলে, তখন তিনি একা ক্যাম্পাসে ছিলেন। ছাত্রলীগের অভিযোগ অনুযায়ী সেই সুযোগে শিবিরের ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত ও পায়ের রগ কেটে দেয়।

তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, কলেজ ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেপ্তার করার কারণে তারা এ ধরনের চোরাগোপ্তা হামলার কৌশল নিয়েছে।
জামায়াত বা শিবির-সংশ্লিষ্টদের কাছে এটা পরিষ্কার হওয়া প্রয়োজন, এ ধরনের হামলা চালিয়ে হয়তো আতঙ্ক সৃষ্টি করা যাবে কিন্তু রাজনৈতিকভাবে ফায়দা আদায়ের সুযোগ নেই; বরং অতীতে এ দলটি যে হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, সেটাই বর্তমান প্রজন্মের কাছে আরও স্পষ্ট হবে। আর এই রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গেও সংগতিপূর্ণ নয়। আমরা হামলাকারীদের শনাক্ত করে অবিলম্বে বিচারের মুখোমুখি দেখতে চাই।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.