আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মামুন ,START এর সন্ত্রাসী তালিকায় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের অন্তর্ভূক্ত হওয়ার দাপ্তরিক প্রতিক্রিয়া এবং যোগ বিয়োগ জটিলতা।



ক সকালে ঘুম থেকে উঠে দৈনিক সমকালে চোখ রাখতে ধাক্কা খেলাম। শিবিরে গণপদত্যাগ Click This Link খবরে ডা. আবদুল্লাহ আল মামুন ভাষ্য অনুসারে তিনি গত ২১ জানুয়ারি ২০১০ সংগঠন থেকে পদত্যাগ করেন। খ ব্যক্তিগত ইমেইল চেক করতে গিয়ে দ্বিতীয় ধাক্কা। Political_analysts নামক Yahoo Groupএর মাধ্যমে বহুল সমালোচিত অধ্যাপক এস এ হান্নান এর পোস্টের বদৌলতে FW: Islami Chatra Shibir official statementon terrorist charge in a US website শিরনামের বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির দাপ্তরিক (ICS official statement: Monday, February 22, 2010 8:40 AM ) প্রতিক্রিয়ার কপি পেলাম। (ইংরেজি)।

Our Statement Regarding the Enlisting of Bangladesh Islami Chhatrashibir as terrorist Organization Bangladesh Islami Chhatrashibir, being the largest and most structured student organization shows its deep concern on the enlisting of BICS as a terrorist organization on the National Consortium for the Study of Terrorism and Response to Terrorism (START) which is a center of the U.S Department of Homeland security based at the University of Maryland. Bangladesh Islami Chhatrashibir appreciates the initiative of START in revealing the true visage of terrorism and reviewing its impact on society through extensive research work. In this context, we believe, it is very important to be extremely cautious in dealing with the research data and publishing them. But the given work is surprisingly in short of proper study that has put its credibility into question. We would like to draw your attention on the following issues regarding the enlisting of BICS in START’s Terrorist profile: • Bangladesh Islami Chhatrashibir was formed on February 6, 1977 in Dhaka University. The citation of date formed is entirely false. • BICS has a complete database of its human resource. The claim of having ‘unknown number of members’ only shows the weakness of study. • The financial source of BICS is clearly stated in the article no 36 of its Constitution which is widely available as printed format. The source stated in START’s database is entirely a fiction. • BICS strongly denies the claim to be the student wing of Bangladesh Jamaat-E-Islami. Both organizations have their own constitution and both independently follow the relevant constitution. • It is quite surprising that BICS is stated as ‘extremely militant and has been linked to numerous acts of violence over the year’ without any proper justification. The absence of even one valid example threatens the credibility of the database. • Shibir has always been a victim of terrorism and anarchy. 135 Shibir leaders and activists were killed by the opponent organizations while almost in all cases the killers were backed by state run mechanism. So we would like START to re-consider its stance regarding Shibir’s terrorist activities. • We hereby strongly deny, as denied earlier, any accusations regarding general terrorism without any valid proof. • Many officials and news sources allege that the group is nothing more than a recruiting ground for Bangladeshi terrorist groups such as Harakat ul-Jihad-i-Islami and Jamatul Mujahedin- How could some mere allegation be taken as reference to draw a conclusion? BICS, with its vision “promise to groom up citizens- Honest, skilled and patriot to build a better Bangladesh” is marching forward with the dedication and passion to bring a new Bangladesh. The large number of students joining Shibir each year is the sheer proof of Shibir’s acceptability among youth in Bangladesh. Shibir has its work procedure and constitution well structured and well maintained. It is happened to be the only one student organization in Bangladesh that elects its leader each year through a true democratic system of voting while any form of publicity to influence the decision making is banned by its constitution. So, we urge START to know more about Shibir. We are always ready to talk in any issue bringing against us. Bangladesh Islami Chhatrashibir always welcomes constructive criticism. It is our strong pledge to take all constructive criticism in positive ways to develop ourselves. But we strongly think START’s this initiative will create confusion and may act as an agent to spread falsehood. Bangladesh Islami Chhatrashibir, as a part of immediate reaction, with this statement denies the allegations made here without proper justification. Thanks & regards Dr. Abdullah Al Mamun Chowdhury Secretary General Bangladesh Islami Chhatrashibir ( মন্দ কথাঃ ডা. আবদুল্লাহ আল মামুন ২১ জানুয়ারি ২০১০ পদত্যাগ করে সাম্প্রতি এই প্রতিক্রিয়া দিলেন কিভাবে? এটা কি 'সোহেল তাজ সিন্ড্রোম'। ) গ National Consortium for the Study of Terrorism and Response to Terrorism (START) এর হোম পেজের DATA ট্যাবে ক্লিক করতেই Terrorist Organization Profiles বা TOPs পাতাটি চলে আসবে। তাতে বাংলাদেশ লিখে সার্চ দিলে পাওয়া যাবে তাদের দৃষ্টিতে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনের তালিকা। http://www.start.umd.edu/start/data/tops/ এই মজার তালিকায় তালিকা ভুক্ত ২০ টি সংগঠনের মাঝে ৭ নম্বরের এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর নাম। Terrorist Organization Profile: Islami Chhatra Shibir (ICS) সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত উপরের দাপ্তরিক প্রতিক্রিয়ায় সন্ত্রাসী সংগঠন হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর Profile তথ্য খন্ডন করার চেষ্টা হয়েছে।

কিছু যুক্তি খন্ডনের নমুনা দেখি আসুন। বির্তকের বিষয় প্রতিষ্ঠা কাল বা Date Formed Profile তথ্য : 1941 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর প্রতিক্রিয়া • Bangladesh Islami Chhatrashibir was formed on February 6, 1977 in Dhaka University. The citation of date formed is entirely false. বির্তকের বিষয় বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পর্ক Profile তথ্য : Islami Chhatra Shibir (ICS) is the student wing of Jamaat-e-Islami, the largest Islamic political party in Bangladesh. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর প্রতিক্রিয়া • BICS strongly denies the claim to be the student wing of Bangladesh Jamaat-E-Islami. Both organizations have their own constitution and both independently follow the relevant constitution. ঘ এখন প্রশ্ন বাংলাদেশের সন্ত্রাসীদের সংগঠনের যে তালিকা এবং প্রোফাইল যুক্তরাষ্ট্রের Department of Homeland security তৈরি করেছে তাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এতো গুরুত্ব দিচ্ছে কেন? বাংলাদেশের জনগণের নিকট যুক্তরাষ্ট্রের Department of Homeland security এর গ্রহন যোগ্যতা যে কোন পর্যায়ে গনসংগঠনের কর্মী মাত্রই জানে। ভুলে যাওয়া চলে না যে , খোদ যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের মনে Department of Homeland security এর তৎপরতা এবং তাদের মিথ্যাচার নিয়ে তীব্র সমালোচনা রযেছে। কিন্তু................... প্রতিক্রিয়ার শুরুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির Department of Homeland security এর সন্ত্রাসী সংগঠনের তালিকা তৈরি কে মহৎ উদ্যোগ বলে বিবেচনা করেছে। Bangladesh Islami Chhatrashibir appreciates the initiative of START in revealing the true visage of terrorism and reviewing its impact on society through extensive research work. In this context, we believe, it is very important to be extremely cautious in dealing with the research data and publishing them. But the given work is surprisingly in short of proper study that has put its credibility into question. প্রতিক্রিয়ার শেষে এসেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যুক্তরাষ্ট্রে ফ‌্যাসিবাদী ( নিজ দেশে) ও সাম্রাজ্যবাদী (বাকি দুনিয়ায়) আগ্রসনের এক হাতিয়ার National Consortium for the Study of Terrorism and Response to Terrorism (START) তথা Department of Homeland security নিকট দাস সুলভ আবেদন নিবেদন করেছে।

So, we urge START to know more about Shibir. We are always ready to talk in any issue bringing against us. Bangladesh Islami Chhatrashibir always welcomes constructive criticism. It is our strong pledge to take all constructive criticism in positive ways to develop ourselves. But we strongly think START’s this initiative will create confusion and may act as an agent to spread falsehood. Bangladesh Islami Chhatrashibir, as a part of immediate reaction, with this statement denies the allegations made here without proper justification. উপসংহার ঃ আমাদের শাসক শ্রেনীর রাজনৈতিক দলসমূহ যুক্তরাষ্ট্র ও তার তাবেদ রাষ্ট্র সমূহের প্রতি কতটা নির্ভরশিল তা এদেশের সচেতন নাগরিক মাত্রই জানেন। বারংবার জাতীয় বিবেক জলাঞ্জলি দিয়ে তাঁরা নিজের গৃহবিবাদে ঐ সকল শক্তি কে মোড়ল মানে। যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের সামন্য কুটনীতিকরা বারংবার আমাদের জাতিয় ভাগ্য নিধারকের কিংবা শালিকারির ভুমিকা পালন করছে। আমরা আরও দেখেছি যে ,এ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামায়তে ইসলাম কে এদেশে তাদের সহায়ক শক্তি বিবেচনা করে , তেমনি যুক্তরাষ্ট্রের এদেশে খবর দারি কে এক বাক্য মেনে নিয়ে বাংলাদেশ জামায়েত ইসলামী ক্ষমতার ভাগ বটোয়ারায় শামিল হয়। শুধু মাত্র এই কারণের বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের শাসক শ্রেনীর কাছে বাংলাদেশ জামায়েত ইসলামী তথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর পরিচ্ছন্ন ইমেজ এতো গুরুত্বপূর্ণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.